ABHA Health Card : মোদি সরকারের নতুন কার্ড। কী সুবিধা পাবেন এই কার্ডে?

ABHA Health Card

ABHA কার্ড কি?
এই কার্ড হলো আসলে আয়ুষ্মান ভারত হেলথ একাউন্ট কার্ড। কেন্দ্র সরকার একটি নতুন ইউনিক আইডি চালু করেছেন। সমস্যা নাগরিকের একটি ইউনিক অ্যাকাউন্ট থাকবে এবং এই ইউনিক একাউন্টের জন্য প্রতিটি নাগরিক একটি ইউনিক আইডি নম্বর পাবেন।

ABHA Health Card Benefits

ABHA কার্ড কী কাজে লাগবে?
প্রতিটি নাগরিককে আয়ুষ্মান ভারত অ্যাকাউন্ট খোলার কথা বলা হচ্ছে কারণ এই একাউন্টের কিছু বিশেষত্ব রয়েছে-
১) এই আয়ুষ্মান ভারত হেলথ একাউন্টে প্রতিটি ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য ডিজিটাল ফরমেটে সংরক্ষণ করা হবে। ডিজিটালাইজেশনের যুগে যা একটি বড় পদক্ষেপ।
২) একজন ব্যক্তি কখন, কোন ডাক্তারের কাছে, কতবার, কোন রোগের জন্য চিকিৎসা করিয়েছেন সমস্ত তথ্যই এখানে সংরক্ষণ করা যাবে।
৩) কোন প্যাথলজি ল্যাবে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন, কি বিষয়ের পরীক্ষা করিয়েছেন, কখন কোন হাসপাতালে ভর্তি হয়েছেন সমস্ত তথ্য পাওয়া যাবে।
৪) এই কার্ডের অ্যাকাউন্ট নম্বর এর মাধ্যমে ভারতের যেকোনো জায়গা থেকে মোবাইল এর মাধ্যমে তথ্য গুলির এক্সেস নেওয়া যাবে।
৫) যদি কোন ব্যক্তি দেশের বাইরে ভ্রমণ করার সময় অসুস্থ হয়ে পড়েন তবে এই কার্ডের অ্যাকাউন্ট নম্বর এর মাধ্যমে তার সম্পূর্ণ মেডিকেল ইতিহাস জানা যাবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া যাবে।

কর্মশ্রী প্রকল্পে আরও বেশি সুবিধা দেবে সরকার। অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রীর।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

ABHA Health Card Registration 

ABHA অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে পারবেন?
এই গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টটি তৈরি করার জন্য নিম্নলিখিত কাজগুলি করতে হবে-
১) ABHA এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো- এখানে ক্লিক করুন

২) এরপর দুটি অপশন আপনার সামনে আসছে। নিজের আধার কার্ড দিয়ে আভা একাউন্ট তৈরি করতে চান নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে চান সেই অপশন দুটির মধ্যে যেকোনো একটি নির্বাচন করুন। এরপর নেক্সট বাটনে ক্লিক করুন।

৩) যে তথ্যটি নির্বাচন করেছেন তার নাম্বারটি লিখুন। বিজ্ঞপ্তিটি মনোযোগ দিয়ে পড়ুন এবং নিচে দেওয়া আই এগ্রি অপশনটি ক্লিক করুন। যদি আধার কার্ড নির্বাচন করেন তাহলে মনে রাখবেন আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে।

৪) এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। ওটিপিটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করুন।

ABHA Health Card Download

৫) এরপর সঠিক তথ্য পূরণ করুন, ফর্ম সাবমিট করুন এরপর আপনার আভা আইডি ডাউনলোড করুন।
৬) প্রত্যেক ব্যক্তির আভা একাউন্টে একটি ইউনিক আইডি নম্বর থাকে এবং তার সাথে একটি কিউআর কোড থাকে।
৭) এই কিউআর কোড স্ক্যান করে পৃথিবীর যেকোনো জায়গা থেকে ওই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য পাওয়া যাবে।

Md Cyber Zone -এর কনটেন্ট রাইটার। একজন বিশিষ্ট ইউটিউবার। বিগত চার বছরের বেশি সাংবাদিকতার সাথে যুক্ত।

Share this content:
WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

2 thoughts on “ABHA Health Card : মোদি সরকারের নতুন কার্ড। কী সুবিধা পাবেন এই কার্ডে?”

Leave a Comment