১লা ফেব্রুয়ারী থেকে পাল্টে যাচ্ছে একাধিক নিয়ম। খরচ বাড়ছে সাধারণের।

১লা ফেব্রুয়ারী থেকে পাল্টে যাচ্ছে একাধিক নিয়ম

১লা ফেব্রুয়ারী থেকে পাল্টে যাচ্ছে একাধিক নিয়ম। রান্নার গ্যাস, ফাস্ট ট্যাগ সহ ব্যাংকের বিভিন্ন নিয়মের পরিবর্তন ঘটতে চলেছে, আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

FASTag Kyc Rules (FASTag কেওয়াইসি) :

NHAI (National Highways Authority of India) কেওয়াইসি বাধ্যতামূলক করছে। FASTag বলতে আসলে কি বোঝায় অনেকেই জানেন না। FASTag আসলে একটি ডিভাইস যার মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যমে গাড়ির টোল ট্যাক্স দেওয়া হয়।FASTag – এ যাদের কেওয়াইসি সম্পূর্ণ হয়নি এক ফেব্রুয়ারি থেকে তাদের FASTag নিষ্ক্রিয় হয়ে যাবে। তাই ৩১ জানুয়ারির মধ্যেই এই কাজ সম্পূর্ণ করতে হবে।

Budget 2025 : মালামাল হবে সাধারণ মানুষ। ৪ টি সরকারি প্রকল্পে বিরাট সুবিধা।

LPG/CNG/PNG Price change (এলপিজি/সিএনজি/পিএনজির দাম) :

প্রতিমাসের প্রথম দিনেই এলপিজি বা বাড়িতে রান্না করার গ্যাসের দাম নির্ধারণ করা হয়। তার সাথে সাথে সিএনজি এবং পিএনজির দামও নির্ধারণ করা হয়।

এবছরের ফেব্রুয়ারির ১ তারিখেই রয়েছে কেন্দ্রীয় বাজেট। তাই বিশেষজ্ঞরা আশা করছেন কেন্দ্রীয় বাজেটে বাণিজ্যিক এবং বাড়ির রান্নার গ্যাসের দাম কমতে পারে। তার সাথে সাথে সিএনজি এবং পিএনজির দামও নির্ধারণ হবে প্রথম দিন। যে দাম নির্ধারণ করা হবে সেই দামেই গোটা মাস চলবে।

Bank Minimum Balance (ব্যাংকের মিনিমাম ব্যালেন্স) :

বর্তমানে প্রতিটি ব্যাংক একাউন্টে মিনিমাম একটি টাকা বজায় রাখতে হয়। তবেই ব্যাংক অ্যাকাউন্ট চালু থাকে। ১ ফেব্রুয়ারি থেকে এই নিয়মে বদল আসছে। এসবিআই ব্যাংকে যেখানে নূন্যতম ব্যালেন্স ৩০০০ টাকা রাখতে হতো, এখন সেখানে ৫০০০ টাকা করে দেওয়া হবে।

এছাড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে ন্যূনতম ব্যালেন্স যেখানে ২০০০ টাকা ছিল বর্তমানে তা ৩৫০০ টাকা করে দেওয়া হচ্ছে।

একইভাবে কানাড়া ব্যাংকের ন্যূনতম ব্যালেন্স যেখানে ১০০০ টাকা ছিল তা বাড়িয়ে ২৫০০ টাকা করে দেওয়া হবে।

PM Kisan 19th Installment : তারিখ ঘোষণা হয়ে গেল। কত টাকা? কবে ঢুকবে?

ATM Withdrawal Fee (এটিএম থেকে টাকা তোলার চার্জ) :

বর্তমানে কেউ আর ব্যাংকে যায় না, এটিএম কার্ড ব্যবহার করে সহজেই এটিএম থেকে টাকা তোলা এবং জমা করা যায়। কিন্তু এখন এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে ট্রানজেকশন ফি বাড়িয়ে দেওয়া হবে।

১লা ফেব্রুয়ারী থেকে পাল্টে যাচ্ছে একাধিক নিয়ম, যার মধ্যে এতদিন পর্যন্ত এটিএম থেকে তিনটি ট্রানজেকশন ফ্রি ছিল, তারপর কুড়ি টাকা চার্জ লাগতো। তবে এবার সেই নিয়ম বদল হচ্ছে। হোম ব্রাঞ্চের এলাকায় অতিরিক্ত লেনদেন করলে ২৫ টাকা এবং নন হোম ব্রাঞ্চের ক্ষেত্রে অতিরিক্ত লেনদেন করলে ৩০ টাকা চার্জ দিতে হবে।

কৃষক বন্ধু প্রকল্পে জমি বাড়িয়ে ১০,০০০ টাকা পাওয়ার বিরাট সুযোগ!

Budget 2025 (২০২৫ বাজেট অধিবেশন) :

ফেব্রুয়ারি মাসের ১ তারিখেই রয়েছে কেন্দ্রীয় বাজেট। বাজেটেই ঘোষণা করা হয় সরকারি প্রকল্পের কোন খাতে কত টাকা খরচা করা হবে। সারা বছর এই বরাদ্দ টাকায় খরচা করা হয় সরকারের তরফ থেকে।

এই অধিবেশনে কেন্দ্রীয় সরকারের চারটি প্রকল্প যথা – প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি যোজনা, গ্রাম সড়ক যোজনা এবং আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে নতুন ঘোষণা আসতে চলেছে।

কিষান সম্মান নিধি প্রকল্পে টাকা ৬০০০ থেকে ১২০০০ টাকা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Duare Sarkar 2025 : ছাত্র-ছাত্রীরা এই ৭টি প্রকল্পের আবেদন করতে পারবে। বিরাট সুযোগ!

Md Cyber Zone -এর কনটেন্ট রাইটার। একজন বিশিষ্ট ইউটিউবার। বিগত চার বছরের বেশি সাংবাদিকতার সাথে যুক্ত।

Share this content:
WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

Leave a Comment