বাজেটে কি কি জিনিসের দাম কমলো তা জানার আগ্রহ প্রতিটি ভারতীয় নাগরিকের, কারণ দ্রব্যমূল্য বৃদ্ধির এই প্রতিযোগিতায় দাম কমলে সাধারণ মানুষ স্বস্তি পেতে পারে।
২০২৫ এর কেন্দ্রীয় বাজেট :
ফেব্রুয়ারি মাসের ১ তারিখে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পেশ করলেন কেন্দ্রীয় বাজেট।(বাজেট মানে অনেকেই বুঝতে পারেন না, বাজেট এমন একটি অধিবেশন যেখানে সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় একটি গোটা অর্থ বর্ষে কোন খাতে কোন প্রকল্পের জন্য কত টাকা খরচা করবে সরকার। এই হিসাব মতোই গোটা অর্থবর্ষ টাকা ব্যয় করে সরকার।) এই কেন্দ্রীয় বাজেটে অনেক জিনিসের দাম যেমন কমানো হয়েছে, তেমনি অনেক জিনিসের দাম বাড়ানো হয়েছে।
১লা ফেব্রুয়ারী থেকে পাল্টে যাচ্ছে একাধিক নিয়ম। খরচ বাড়ছে সাধারণের।
বাজেটে কি কি জিনিসের দাম কমলো?
১) ৩৬ টি গুরুত্বপূর্ণ ওষুধের ওপর শুল্ক বা কর পুরোপুরি মুক্ত করা হয়েছে। যার ফলে ক্যান্সার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চিকিৎসার ওষুধের দাম কমবে।
২) ৬টি গুরুত্বপূর্ণ ওষুধের ওপর কর বা শুল্ক পাঁচ শতাংশ থেকে একদম শূন্য করে দেওয়া হয়েছে। এর ফলে চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম সস্তায় পাওয়া যাবে।
৩) মোবাইল ফোন এবং টিভি উৎপাদনের জন্য ব্যবহৃত উপাদানের কর বা শুল্ক সম্পূর্ণ মুক্ত করা হয়েছে।
৪) ইলেকট্রিক গাড়ি এবং লিথিয়াম ব্যাটারির শুল্কের উপর ছাড় দেওয়া হয়েছে।
৫) চামড়ার তৈরি যে কোন জিনিসের ওপরে কর কমানো হয়েছে।
৬) বরফের মাছ এবং কিছু কৃষিজাত দ্রব্যের উপর কর কমানো হয়েছে।
৭) দেশে তৈরি হওয়া কাপড় করমুক্ত করা হয়েছে।
এর থেকে বোঝা যাচ্ছে ইলেকট্রনিক্স বিভিন্ন গাড়ি এবং স্বাস্থ্য ক্ষেত্রে কিছু কিছু জিনিস স্বস্তি প্রদান করবে সাধারণ মানুষকে।
Budget 2025 : ১২০ টি নতুন বিমানবন্দর তৈরি করার সিদ্ধান্ত নিল কেন্দ্র সরকার।
বাজেটে কি কি জিনিসের দাম বাড়লো?
১) টিভি এবং মোবাইল স্ক্রিনের দাম বাড়ানো হতে পারে। যার ফলে ভবিষ্যতে টিভি এবং মোবাইলের দাম কিছুটা বৃদ্ধি পেতে পারে।
২) ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লের বেসিক কর ১০% থেকে বাড়িয়ে ২০% করা হয়েছে।
এছাড়াও বাজেটে একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। মধ্যবিত্ত মানুষের প্রতি বছর ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত করা হয়েছে। অর্থাৎ একটি গোটা বছরে একজন ব্যক্তি ১২ লক্ষ টাকা পর্যন্ত আয় করলে তাকে সরকারকে কোনরকম ট্যাক্স দিতে হবে না। ১২ লক্ষ টাকার থেকে বেশি এক বছরের মধ্যে আয় করলে, সে ক্ষেত্রে ইনকাম ট্যাক্স বা আয়কর প্রদান করতে হবে।
Mamata Banerjee : ৫০ হাজারেরও বেশি মানুষ চাকরি পেতে চলেছে, কোথায় হবে নিয়োগ?