Pradhan Mantri Ujjwala Yojana
Pradhan Mantri Ujjwala Yojana – তে কিভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক –
গোটা ভারতবর্ষের প্রায় সকলেই এখন LPG (liquid petroleum gas) গ্যাস ব্যবহার করে থাকেন রান্না করার জন্য। অন্যান্য জ্বালানির দরুন পরিবেশ দূষণ কমানোর জন্য কেন্দ্র সরকারের সহযোগিতায় এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক চালিত প্রকল্প হল – Pradhan Mantri Ujjwala Yojana (প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প)।
Pradhan Mantri Ujjwala Yojana-র লক্ষ্য –
দারিদ্র সীমার নিচে (BPL) যে সমস্ত পরিবার রয়েছে, সেই সমস্ত পরিবারের মহিলাদেরকে এই প্রকল্পের আওতায় আনা হয়। কেবলমাত্র মহিলারা এই সুবিধা পাবে। এই প্রকল্পে অন্যতম লক্ষ্য হলো পরিবেশ দূষণ কমানো এবং তার সাথে মহিলাদের ভবিষ্যৎকে নিশ্চিত করা, সাথে মহিলাদের ক্ষমতায়ন বৃদ্ধি করা। এই গ্যাস কানেকশন নেওয়ার সময় কোনরকম টাকা লাগেনা। কানেকশন নেওয়ার জন্য খরচ বাবদ ১,৬০০ টাকা সরকারি তরফ থেকে দেওয়া হয়।
আরো পড়ুন – বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা পেলে এই ভুল করবেন না। টাকা আটকে যাবে।(Old Age Pension e-kyc)
আবেদনের শেষ তারিখ
২০১৬ সালের ১ মে চালু হয়েছিল এই প্রকল্প। এই প্রকল্পে আবেদন এর শেষ তারিখ আপাতত ঠিক করা হয়েছে ২০২৫ সালের ৩১ মার্চ। ২০২৩ সালের অক্টোবর মাস থেকে Ujjwala Yojana-র ভর্তুকি বাড়িয়ে ৩০০ টাকা করা হয়েছে।
কারা আবেদন করতে পারবে?
যারা BPL বা দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে তার আবেদন করতে পারবে।
পরিবারের কেবল মহিলারাই আবেদন করার যোগ্য।
আগে থেকে গ্রাহকের নামে যদি এলপিজি কানেকশন থাকে তাহলে সে আর কানেকশন পাবেনা।
গ্রাহক কে স্থায়ীভাবে ভারতীয় বাসিন্দা হতে হবে
গ্রাহকের বয়স ১৮ এর বেশি হতে হবে।
আরো পড়ুন – লক্ষীর ভান্ডার এর বড় সুখবর। নতুনরা কবে টাকা পাবে? (Lakkhi Bhandar prakalpa Update)
কী লাভ হবে?
যেহেতু দারিদ্র সীমার নিচে থাকা পরিবারগুলোকে এই সুবিধা দেওয়া হয়, সেহেতু সাধারণ এলপিজি কানেকশনের তুলনায় উজ্জ্বলা যোজনার এলপিজি কানেকশনের ভর্তুকির পরিমাণ অনেক বেশি। কলকাতায় যদি গ্যাসের দাম ৮৩৯ টাকা হয় তাহলে উজ্জ্বলা যোজনার মহিলারা ৫৩৯ টাকায় গ্যাস পাবেন, অর্থাৎ ভর্তুকি পাবেন ৩০০ টাকা।
২০২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত গোটা দেশের প্রায় ১০ কোটিরও বেশি মহিলা Ujjwala Yojana-র অধীনে গ্যাস কানেকশন পেয়েছেন। আপনি যদি এই প্রকল্পে আবেদন করার যোগ্য হয়ে থাকেন তাহলে আজই আবেদন করুন এবং কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা নিন।
উজ্জ্বলা যোজনার আবেদনের অফিসিয়াল লিংক