দুয়ারে সরকার ক্যাম্প – 2024
যদিও ২০২০ সালের ১ ডিসেম্বর ঠিক করা হয়েছিল বছরে দুবার করে দুয়ারে সরকার ক্যাম্প বসবে। কিন্তু ২০২৪ সালে এখনো পর্যন্ত কোনো ক্যাম্প অনুষ্ঠিত হয়নি। কিন্তু খুব শীঘ্রই বসতে চলেছে ক্যাম্প।
দুয়ারে সরকার ক্যাম্প কোথায় বসবে?
প্রতিটি এলাকার ব্লকে ব্লকে এই ক্যাম্প বসার কথা। যদি অনেক ক্ষেত্রে ভোটবুথে বসতে দেখা যায়। সাধারণ মানুষের সুবিধার জন্য এই ক্যাম্প করা শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে।
কেন এই ক্যাম্প করা হয়?
যে কোনো সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মানুষকে আগে পৌরসভা না হয় পঞ্চায়েতে দৌড়াদৌড়ি করতে হতো। একবার গিয়ে ফর্ম তুলে আনা, আবার নথিপত্র এবং ফর্ম নিয়ে গিয়ে জমা দেওয়া মানুষের জন্য সমস্যা তৈরি হতো।
এই কাজকে সহজ করার জন্য সরকার ক্যাম্প করা শুরু করে, যেখানে সরকারি বিভিন্ন আধিকারিকরা উপস্থিত থেকে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধান ঘটান। সরকারি বিভিন্ন প্রকল্পে আবেদনে সাহায্য করেন। এই দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম তুলে আবার ওখানে জমা দিতে হয়।
পরে সমস্ত তথ্য অনলাইনে এন্ট্রি করা হয় এবং বিভিন্ন প্রকল্পের জন্য উপযোগী ব্যক্তিদের কে সরাসরি ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হয়।
দুয়ারে সরকার ক্যাম্পে কি কি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে?
পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা এখানে পাওয়া যাবে। নতুন করে কোন প্রকল্পে আবেদন করা বা কোন কিছু সংশোধন করা সব কাজ এই ক্যাম্পেই করতে হবে।
আরো পড়ুন- মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নতুন নিয়ম চালু হলো। ভুল করলেই মহা বিপদ।
১. বার্ধক্য ভাতা প্রকল্প : ৬০ বছরের ঊর্ধ্বে যে সকল পুরুষ ও মহিলা রয়েছেন তাদেরকে প্রতি মাসে হাজার টাকা করে আর্থিক সহায়তা দান করা হয়। এই প্রকল্পের আবেদন ক্যাম্পে করা যাবে।
২. লক্ষীর ভান্ডার প্রকল্প : পশ্চিমবঙ্গের প্রতিটি মহিলা যাদের বয়স ২৫ বছরের বেশি তাদেরকে প্রতি মাসে ১,০০০/১,২০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের আবেদন ক্যাম্পে করা যাবে।
৩. বিধবা ভাতা প্রকল্প : পশ্চিমবঙ্গের ষাট বছরের থেকে কম বয়সের বিধবা মহিলাদের আর্থিক সহায়তা দেওয়া হয় ১,০০০ টাকা করে প্রতি মাসে। এই প্রকল্পের আবেদন ক্যাম্পে করা যাবে।
৪. খাদ্য সাথী প্রকল্প : এই প্রকল্পে রেশন কার্ডের সমস্ত সুবিধা পাওয়া যায়। দুয়ারে সরকার ক্যাম্পে রেশন কার্ড এ নতুন করে আবেদন বা সংশোধন প্রভৃতি কাজ করা যাবে।
৫. স্বাস্থ্যসাথী প্রকল্প : পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি এবং বেসরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দান করা হয়। এই স্বাস্থ্য সাথী কার্ড ক্যাম্পে বানানো যাবে।
৬. কন্যাশ্রী প্রকল্প : পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের ছাত্রীদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং 18 বছর পূর্ণ হলে ২৫ হাজার টাকা দেওয়া হয়। এ প্রকল্পে আবেদন করা যাবে ক্যাম্প থেকে।
৭. রুপশ্রী প্রকল্প : পশ্চিমবঙ্গের যুবতীদের বিয়ের সময় আর্থিক সাহায্য হিসেবে ২৫ হাজার টাকা দেওয়া হয়। এই প্রকল্পে ও আবেদন করা যাবে ক্যাম্পে।
৮. শিক্ষাশ্রী প্রকল্প : পশ্চিমবঙ্গের তপশিলি জাতির শিক্ষার্থীদেরকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। শিক্ষার্থী প্রকল্পে আবেদন করা যাবে ক্যাম্প থেকে।
৯. কৃষক বন্ধু প্রকল্প : পশ্চিমবঙ্গের চাষীদের চাষ করার সুবিধার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা যাবে এই ক্যাম্পে।
১০. তপশিলি বন্ধু : তপশিলি জাতির ৬০ বছরের ঊর্ধ্ব ব্যক্তিদের আর্থিক সহায়তা দান করা হয়।
১১. জয় জোহার : আদিবাসী সম্প্রদায়ের জন্য আর্থিক সহায়তা দান করা হয়। এই প্রকল্পে আবেদন করা যাবে ক্যাম্প থেকে।
১২. মৎস্যজীবী ক্রেডিট কার্ড : পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের কে মাছ চাষ করার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই প্রকল্পে আবেদন করা যাবে ক্যাম্প থেকে।
১৩. স্টুডেন্ট ক্রেডিট কার্ড : পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা উচ্চ শিক্ষার জন্য এই কার্ড ব্যবহার করে ঋণ নিতে পারেন। স্টুডেন্ট ক্রেডিট কার্ডে আবেদন করা যাবে দুয়ারে সরকার ক্যাম্প থেকে।
১৪. প্রতিবন্ধী/কাস্ট সার্টিফিকেট : যারা প্রতিবন্ধী তাদেরকে বিশেষ সাহায্য প্রদানের জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। এবং যারা তপশিলি জাতির তাদেরকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সার্টিফিকেট প্রদান করা হয়। এই দুটি সার্টিফিকেট পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করা যাবে।
আরো পড়ুন- জন্ম-মৃত্যু সার্টিফিকেট বাড়িতে বসেই বানান। কিভাবে আবেদন করবেন? (CRS Application)
এরকম আরো রয়েছে সামাজিক সুরক্ষা যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড ইত্যাদি।
দুয়ারে সরকার লিস্ট চেক করুন – এখানে ক্লিক করুন
২০২৪-এ ক্যাম্প কবে হবে?
নির্দিষ্ট তারিখ ঘোষণা করা না হলেও, চলতি মাসে অর্থাৎ নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের প্রথম দিকেই অনুষ্ঠিত হতে চলেছে এই ক্যাম্প। ইতিমধ্যে মুখ্য সচিব মনোজ পন্থ সব দপ্তরকে তৈরি থাকার কথা বলেছেন এবং সাধারণ মানুষকে সমস্ত নথিপত্র নিয়ে তৈরি থাকতে বলেছেন। যারা এখনো পর্যন্ত সরকার প্রদত্ত প্রকল্পগুলির সুবিধা পাননি তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ।
আরো পড়ুন- প্যান-আধার লিঙ্ক, সরকার কেন করতে বলছে বারবার? বিপদে পড়তে পারেন আপনি।