বাংলার বাড়ি প্রকল্পে PWL লিস্টে যাদের নাম আছে তারা কবে টাকা পাবে?

বাংলার বাড়ি

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার কথামতোই বাংলার বাড়ির টাকা রিলিজ করেছে। এবং সেই সাথেই এটাও জানা গেছে যে এই টাকা তিন থেকে চার দিনের মধ্যে ব্যাংক একাউন্টে চলে আসবে। কিন্তু কারা এই টাকা পাবে? ইতিমধ্যেই অস্থায়ী লিস্ট এবং ফাইনালিস্ট দুটোই প্রকাশিত হয়েছে। সেখানে Eligible, Ineligible এবং PWL নামক ক্যাটাগরি দেখা গেছে। তাহলে কোন ক্যাটাগরি টাকা পাবে?
জানা যাচ্ছে যারা এই বাড়ি পাওয়ার জন্য এলিজিবেল তারাই শুধুমাত্র এই টাকা পাবেন। PWL লিস্টে যাদের নাম রয়েছে তারা এবারে টাকা পাবেন না।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now
বাংলার বাড়ি
বাংলার বাড়ি
PWL লিস্ট কবে টাকা পাবে?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যারা এবারে টাকা পাচ্ছেন না, অথচ যাদের বাড়ি সার্ভে হয়ে রয়েছে তারা এবারে টাকা না পেলেও পরের বারে তাদের টাকা দিয়ে দেয়া হবে এবং এর সাথে তিনি এটাও জানিয়েছেন যারা টাকা পাচ্ছেন না তাদের দুঃখ পাওয়ার বা মন খারাপ করার কিছু নেই। সেই অনুযায়ী PWL লিস্টে যাদের নাম রয়েছে তারা এবারে টাকা না পেলেও পরের বারে পাবেন।

টোটোওয়ালা অ্যাপ মোবাইল দিয়ে টোটো বুকিং করুন। বিরাট সুবিধা সাধারণের।

পরের বারে কখন টাকা পাওয়া যাবে?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যাদের টাকা এবারে দেওয়া হলো না, অথচ সার্ভে হয়ে রয়েছে তাদের টাকা সামনের ২০২৫ সালে দেওয়া হবে। তিনি আরো জানিয়েছেন যারা নতুন আবেদন করবেন বা যাদের সার্ভে হয়ে রয়েছে তাদের নিয়ে মোট ৮ লক্ষ নতুন আবেদনকারীদের টাকা জুন মাসের মধ্যে দেওয়া হবে। আরো ৮ লক্ষ নতুন বাড়ি ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে দেওয়া হবে। অর্থাৎ ২০২৫ সালের মধ্যে বাংলার বাড়ি আরো ১৬ লক্ষ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

চাকরির মেলা ২০২৪ : শুরু হচ্ছে। কোন যোগ্যতা ছাড়াই সবাই পাবে চাকরি।

মোট কত বাড়ি দিচ্ছে রাজ্য সরকার:

বাংলার বাড়ি প্রকল্পে বর্তমানে ১২ লক্ষ নতুন বাড়ি দিচ্ছে রাজ্য সরকার। আগামী দিনে আরো ১৬ লক্ষ নতুন বাড়ি দেবে বলে ঘোষণা ইতিমধ্যে হয়ে গেছে। তাহলে মোট বাড়ির সংখ্যা ২৮ লক্ষ।

অনেকদিন ধরে PWL লিস্টে থাকা উপভোক্তরা চিন্তায় ছিলেন যে তারা টাকা কবে পাবেন। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তারা এবারে টাকা না পেলেও পরের বারে অর্থাৎ ২০২৫ সালের জুন মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন।

বাংলার বাড়ি প্রকল্পে নতুন আবেদন করার জন্য বা এই বিষয়ে কোন সমস্যা থাকলে তা জানানোর জন্য সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নাম্বারে যোগাযোগ করুন। সরাসরি মুখ্যমন্ত্রী অফিসিয়াল ওয়েবসাইটটি হল- এখানে ক্লিক করুন

রেশন কার্ড থাকলে জানুয়ারি মাস থেকে দেবে ১০০০ টাকা, সাথে বিনামূল্যে খাদ্য সামগ্রী।

Md Cyber Zone -এর কনটেন্ট রাইটার। একজন বিশিষ্ট ইউটিউবার। বিগত চার বছরের বেশি সাংবাদিকতার সাথে যুক্ত।

Share this content:
WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

Leave a Comment