Aadhar Card Update
আধার কার্ড আপডেট করতে গিয়ে অজান্তেই সর্বনাশ করছেন না তো? আধার কার্ডের এমন কিছু নথিপত্র রয়েছে যা আপডেট করলে সর্বনাশ হতে পারে আপনার। আসুন বিস্তারিত জেনে নিই এই বিষয়ে-
Aadhar Card Update Advantage
আধার কার্ড আপডেট কেন জরুরি?
ভারতীয় নাগরিকদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নাগরিকত্বের প্রমাণ হিসেবে কাজ করে আধার কার্ড। দেশ-বিদেশ সব জায়গায় এই কার্ড প্রয়োজন পড়ে নাগরিকত্বের প্রমাণ হিসেবে। তাই এই কার্ডকে যথাসময়ে আপডেট করা খুবই জরুরী।
PM Kisan Yojana Big News : ১৯ তম কিস্তির টাকা পেতে গেলে করতে হবে এই কাজ। সাবধান!
ভারতীয় সংস্থা UIDAI এই কার্ড দিয়ে থাকে। এই সংস্থা বারবার গ্রাহকদেরকে সচেতন করেন এই বিষয়ে যাতে গ্রাহকরা প্রতি ১০ বছর অন্তর তাদের আধার কার্ডের আপডেট করিয়ে নেন। তাহলে কর্মক্ষেত্রে নানান জায়গায় নানান সুবিধা পাবেন গ্রাহকরা।
অনেক সময় মোবাইল নাম্বার, হাতের ছাপ, ইমেল আইডি এগুলি পরিবর্তন হতে দেখা যায়, সময়ের সাথে সাথে এগুলি আপডেট করতে হবে আধার কার্ডে না হলে কর্মক্ষেত্রে নানা অসুবিধায় পড়তে হবে গ্রাহককে।
কোন ব্যাংকে একাউন্ট খোলা, কোন সম্পত্তির ক্রয় বিক্রয় থেকে শুরু করে প্রতিটি কাজে আধার কার্ড বাঞ্ছনীয়। পুরুষ, মহিলা, শিশু বা যুবক-যুবতী সকলের আধার কার্ড থাকা জরুরী। এমতাবস্থায় আধার কার্ড আপডেট করা বাঞ্ছনীয়।
নতুন রেশন কার্ড বানান এক্ষুনি। নাহলে সমস্যায় পড়তে পারে পরিবারের সকলে।

Aadhar Card Update Limit
আধার কার্ডের কোন নথিগুলি একবারই পরিবর্তন করা যায়?
আধার কার্ডের সব নথি পরিবর্তন করা যায় না বারবার। বিশেষ করে ব্যক্তির নাম, লিঙ্গ, জন্মতারিখ এই তিনটি বিষয় একবার করেই আপডেট করা যায়।
নাম পরিবর্তন করার ক্ষেত্রে বিশেষ কারণ থাকা চাই, যেমন কোন মহিলা বিবাহের পরে তার নাম পরিবর্তন করলে, বা কোন ব্যক্তির নামের বানানে ভুল থাকলে সেটি সঠিক করা যাবে। এক্ষেত্রে উপযুক্ত প্রমাণ চাই।
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে?
জন্ম তারিখ পরিবর্তনের ক্ষেত্রে ছোট ভুল আপডেট করা যায় যেমন জন্মের দিন বা সালের কোন সংখ্যায় ভুল থাকলে সেটি আপডেট করা যাবে। এক্ষেত্রেও জন্ম সার্টিফিকেট সহ উপযুক্ত নথিপত্র দরকার হয়।
আধার কার্ডে লিঙ্গ পরিবর্তন করতে গেলেও মেডিকেল সার্টিফিকেট সহ বেশ কিছু নথিপত্রের প্রয়োজন পড়ে এবং এটি একবারই আপডেট করা যায়।
Aadhar Card Update Rules
আধার কার্ডের কোন নথি গুলি বারবার পরিবর্তন করা যায়?
ফোন নাম্বার, ঠিকানা, হাতের ছাপ চোখের রেটিনা বা বায়োমেট্রিক, ইমেল আইডি এই সমস্ত নথিপত্র বারবার পরিবর্তন করা যায়।
আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকা এখন খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আগের ফোন নাম্বার নষ্ট হয়ে গেলে বা অন্য যে কোনো কারণে মোবাইল নম্বর চেঞ্জ করা যায় আধার কার্ডে। আবার ঠিকানা চেঞ্জ করার সুযোগ রয়েছে বারবার। কারণ অনেক ব্যক্তি কাজের সূত্রে বারবার ঠিকানার পরিবর্তন করেন, এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন সে ক্ষেত্রে আধার কার্ডে ঠিকানা পরিবর্তন করতে পারবেন।
বাংলার বাড়ি প্রকল্পে PWL লিস্টে যাদের নাম আছে তারা কবে টাকা পাবে?
ফোন নাম্বারের মতনই ইমেইল আইডি চেঞ্জ করা যায় বারংবার। হাতের ছাপ ও চোখের রেটিনা পরিবর্তন করার প্রয়োজন খুব একটা পড়ে না। তবে আধার সংস্থা প্রতি ১০ বছর অন্তর বায়োমেট্রিক চেঞ্জ করার পরামর্শ দেন।
Aadhar Card Update Process
আধার কার্ড আপডেট কিভাবে করবেন?
আধার কার্ডের মোবাইল নম্বর বা বায়োমেট্রিক চেঞ্জ করার জন্য নিকটস্থ আধার কেন্দ্রে যেতে হবে। এছাড়া কোথাও আধার কার্ডের আপডেট হয় না।
অনলাইনে আধার কার্ড আপডেট কিভাবে করতে হবে?
অনলাইনে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে আধার কার্ডের ঠিকানা এবং বাবার নাম বা স্বামীর নাম পরিবর্তন করা যায়। আধারের অফিসিয়াল ওয়েবসাইটটি হল – এখানে ক্লিক করুন। অনলাইনে আর অন্য কিছু নথি আপডেট করা যায় না।
আধার কার্ড আপডেটের শেষ তারিখ কবে?
এখনো পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করা হচ্ছে। আধার সংস্থা ১৪ই ডিসেম্বর ২০২৪ পর্যন্ত শেষ তারিখ ঘোষণা করেছিল কিন্তু বর্তমানে এই সময় বাড়িয়ে ১৪ই জুন ২০২৫ সাল অব্দি করেছে। এই সময়কালের মধ্যে বিনামূল্যে আধার কার্ডের নথিপত্র আপডেট করা যাবে নতুবা প্যান কার্ডের মতনই জরিমানা চাপবে।
টোটোওয়ালা অ্যাপ মোবাইল দিয়ে টোটো বুকিং করুন। বিরাট সুবিধা সাধারণের।
Aadhar Card Update Document Required
আধার কার্ড আপডেট করতে কি নথিপত্র লাগবে?
আধার কার্ডের মধ্যে কোন জিনিসটি পরিবর্তন করতে চাইছেন সেই ভিত্তিতে নথিপত্র এর প্রয়োজন পড়বে। নামের পরিবর্তন করতে চাইলে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির দরকার পড়ে। জন্ম তারিখ আপডেট করতে চাইলে জন্ম সনদ জন্ম সার্টিফিকেট, দশম শ্রেণীর এডমিট কার্ড প্রয়োজন পড়ে। ঠিকানা পরিবর্তন করার জন্য ব্যাংক স্টেটমেন্ট, বিদ্যুতের বিল, জলের বিল ইত্যাদির দরকার পড়ে।