আধার কার্ড আপডেট
UIDAI বা ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধার কার্ড আপডেটের বিষয়ে নতুন নির্দেশিকা জারি করেছে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
আধার আপডেট করা কেন জরুরি?
আধার কার্ড প্রতিটি ভারতীয় নাগরিকের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ নথি। ব্যাংকের কাছ থেকে শুরু করে যে কোন ব্যক্তিগত কাজে সব জায়গায় আধার কার্ড লাগবেই। প্রতিটি সরকারি এবং বেসরকারি কাজে এটি প্রয়োজন।
UIDAI এর মতে গোটা দেশে সবচেয়ে বেশি এই নথি ব্যবহৃত হয়। একজন ব্যক্তির বায়োমেট্রিক এবং জনসংখ্যা সম্বন্ধীয় তথ্য আধার কার্ডেই রেকর্ড করা হয়। তাই সঠিক সময় অনুযায়ী আধার কার্ড আপডেট করা খুবই গুরুত্বপূর্ণ।
Sashya Bima Update : ৩১শে জানুয়ারি শেষ তারিখ, কৃষকদের জন্য বিরাট আপডেট।
আধার কার্ড আপডেট করতে টাকা লাগবে?
বর্তমানে আধার সংস্থা সম্পূর্ণ বিনামূল্যে আধার কার্ডের যেকোনো ভুল তথ্য সংশোধন করার সুযোগ দিচ্ছে। আধার কার্ড তৈরি হওয়ার সময় অনেক ভুল তথ্য অনলাইনে আপলোড করা হয়, যেগুলো পরে আপডেট করতে হয় সাধারণ মানুষকে।
দশ বছর বা তার বেশি পুরনো আধার কার্ড আপডেট করার জন্য সুযোগ দিচ্ছে UIDAI। আধার কার্ড আপডেট করতে এখন কোন টাকা লাগে না। কিন্তু ভবিষ্যতে লাগবে না তা নয়, কারণ বিনামূল্যে আপডেট করার শেষ তারিখ নির্ধারণ করেছে আধার সংস্থা।
আপডেট কত রকমভাবে হবে?
দুই রকমের আপডেট বা পরিবর্তন হতে পারে।
প্রথমত, নামের বানান বা পদবী, ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর ইত্যাদি আপডেট করা যেতে পারে। (বলে রাখা দরকার এখন আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা সমস্ত ক্ষেত্রেই বাধ্যতামূলক করা হয়েছে। যদি আপনার মোবাইল নম্বর আধার কার্ডের সাথে লিংক না করানো থাকে তাহলে অবশ্যই অতিসত্বর এই কাজটি সেরে ফেলুন)
বার্ধক্য ভাতার ফর্ম অনলাইনে কোথায় পাবেন? কিভাবে আবেদন করবেন?
দ্বিতীয়ত, বায়োমেট্রিক পরিবর্তন বা আপডেট করতে হবে। এক্ষেত্রে হাতের ১০টি আঙুলের ছাপ, আইরিস স্ক্যান, ছবি আপডেট করা যাবে। এ দুটি আপডেট করার জন্য সরকার এখনো পর্যন্ত কোন চার্জ নেয় না। কিন্তু ভবিষ্যতে নিতে পারে।(কারণ আধার কার্ডের সাথে প্যান কার্ডের ক্ষেত্রেও আমরা দেখেছি প্রথমে এই লিংক বিনামূল্যে করা যেত কিন্তু পরবর্তীকালে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করতে গেলে মোটা টাকা জরিমানা দিতে হতো সাধারণ মানুষকে।)
কিভাবে আধার কার্ড আপডেট করবেন?
অনলাইনে আধার কার্ড আপডেট করার জন্য প্রথমে চলে যেতে হবে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে। অফিসিয়াল ওয়েবসাইটি হলো – এখানে ক্লিক করুন। এরপর ‘AADHAAR UPDATE’ অপশন এ ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করুন। বায়োমেট্রিক আপডেট করার জন্য নিকটস্থ আধার সেন্টারে যান।
বাংলার পঞ্চায়েত অ্যাপ চালু করা হলো। কি কি সুবিধা পাবেন?
শেষ তারিখ বাড়ানো হতে পারে?
অনেকদিন আগে থেকেই আধার সংস্থা সাধারণ মানুষকে আধার কার্ড আপডেট করার বিষয়ে সচেতন করছে। বর্তমানে শেষ তারিখ ঘোষণা করা হয়েছে ১৪ই জুন ২০২৫। এই সময়ের মধ্যে আপডেট করলে কোন টাকা দিতে হবে না। হয়তো বা এই তারিখ বাড়ানো হতে পারে। কিন্তু সে ক্ষেত্রে জরিমানা আরোপ করতে পারে সরকার।
প্যান কার্ডের নতুন নিয়মগুলি ভাঙলে হতে পারে ১০,০০০ টাকা জরিমানা।