Bangla Awas Yojana List
বাংলার আবাস যোজনা লিস্ট প্রকাশিত হয়েছে এবং এই লিস্ট অনুযায়ী আগামী দিনে সাধারণ মানুষেরা বাংলার আবাস যোজনায় বাড়ি তৈরির জন্য টাকা পাবেন। আজকের এই প্রতিবেদনে আপনারা কিভাবে লিস্ট দেখবেন তা জানতে পারবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বিভিন্ন টালবাহানার পর বাংলাকে যখন কেন্দ্র সরকার বাড়ির জন্য টাকা দেওয়া বন্ধ করে দেয়। তারপরেই পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নেয় যে কেন্দ্রের টাকা রাজ্য সরকার নিজের তহবিল থেকে ব্যয় করবে এবং তার সাথে সাথেই প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তিত হয়ে, হয়ে যায় বাংলার আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প।
পুনরায় সমীক্ষা:
কেন্দ্র সরকারি লিস্ট অনুযায়ী টাকা দেওয়ার পূর্বে কেন্দ্র সরকার একবার সমীক্ষা করেছিল। কিন্তু অনেকটা সময় অতিবাহিত হওয়ার পরে যেহেতু বাংলার আবাস যোজনা চালু হচ্ছে তাই কেন্দ্র সরকারের সেই লিস্টের সবাই কি বাড়ি পাওয়ার যোগ্য এখনো! সেটাই যাচাই করার জন্য পুনরায় সমীক্ষা করার সিদ্ধান্ত নেয় পশ্চিমবঙ্গ সরকার।
বলাবাহুল্য সেই লিস্ট যাচাই করে দেখা যায় বর্তমানে সেই লিস্টের অনেকেই বাড়ি পাওয়ার যোগ্য নয়। কারোর পাকা বাড়ি হয়ে গেছে, কেউবা অন্যত্র চলে গিয়েছেন। পশ্চিমবঙ্গ সরকার সমীক্ষা করার পরে আবারও একটি নতুন লিস্ট প্রকাশিত করেছে। আর সেই লিস্ট নিয়েই আজকে আমাদের প্রতিবেদন।
Bangla Awas Yojana List চেক করার নিয়ম:
বর্তমানে সমস্ত জেলায় বাংলার আবাস যোজনা প্রকল্পের একটি অস্থায়ী লিস্ট প্রকাশিত হয়েছে। যদিও এই লিস্ট থেকেই জানা যাচ্ছে যে আপনি বাড়ি পাওয়ার যোগ্য কি না!
লিস্ট চেক করলে আপনারা দুই প্রকারের শ্রেণী পাবেন।
১. এক্টিভ লিস্ট
২. ইনএক্টিভ লিস্ট
এক্টিভ লিস্ট: এই একটিভ লিস্টে যাদের নাম রয়েছে তারাই বাড়ি পাওয়ার যোগ্য। যদি কোন কারণে একটিভ লিস্টে থাকা নামের ওপর কোন অভিযোগ আসে, তাহলে সেই অভিযোগ সরকার খতিয়ে দেখবে এবং যদি সেই ব্যক্তি যদি বাড়ি পাওয়ার যোগ্য না হয় তাহলে তার নামটি অ্যাক্টিভ লিস্ট থেকে বাদ গিয়ে ইনএক্টিভ লিস্টে যুক্ত হবে।
ইনএক্টিভ লিস্ট: এই শ্রেণীতে নাম থাকলে সেই ব্যক্তি বাড়ি পাওয়ার যোগ্য নয়। কিন্তু যদি সেই ব্যক্তি মনে করেন যে, সত্যিই তিনি বাড়ি পাওয়ার যোগ্য তাহলে তিনি বিডিওতে অভিযোগ জানাতে পারেন। অভিযোগ জানানোর পরে তার অভিযোগটি সরকার খতিয়ে দেখবে এবং পুনরায় সার্ভে করা হবে। অবশেষে যদি দেখা যায় যে সত্যিই তিনি বাড়ি পাওয়ার যোগ্য তাহলে তার নামটি ইনএক্টিভ লিস্ট থেকে একটিভ লিস্টে রূপান্তরিত হবে।
এই লিস্টকে (Bangla Awas Yojana List) অস্থায়ী বলা হচ্ছে কেন?
যেহেতু অভিযোগের উপরে ভিত্তি করে এক্টিভ লিস্ট থেকে নাম ইনএক্টিভ লিস্টে আসতে পারে বা ইনএক্টিভ লিস্ট থেকে নাম এক্টিভ লিস্টে যেতে পারে তাই এটাকে অস্থায়ী লিস্ট বলা হচ্ছে। অভিযোগ জানানোর সময় ডিসেম্বরের ৩ তারিখ পর্যন্ত বলা হয়েছে। এর পরেই ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। তাতে কোনো পরিবর্তন হবেনা।
Bangla Awas Yojana List (District wise) :
প্রত্যেকটি জেলার লিস্ট দেখার জন্য জেলার নামের উপরে ক্লিক করুন। তাহলে সেই জেলার অফিসিয়াল ওয়েবসাইট খুলবে। এরপর ওয়েবসাইটের নোটিশ সেকশন খুঁজে বের করতে হবে এবং লিস্ট চেক করতে হবে।
- আলিপুরদুয়ার
- কালিম্পং
- বাঁকুড়া
- পূর্ব মেদিনীপুর
- পশ্চিম মেদিনীপুর
- দক্ষিণ দিনাজপুর
- বীরভূম
- পুরুলিয়া
- পূর্ব বর্ধমান
- মুর্শিদাবাদ
- নদীয়া
- ঝাড়গ্রাম
- দার্জিলিং
- হুগলি
- হাওড়া
- কোচবিহার
- উত্তর দিনাজপুর
- উত্তর ২৪ পরগনা
- মালদা
- জলপাইগুড়ি
- পশ্চিম বর্ধমান
- দক্ষিণ ২৪ পরগনা
বাংলার আবাস যোজনা প্রকল্পের টাকা কবে পাবেন?
পশ্চিমবঙ্গ সরকার বাংলার আবাস যোজনা প্রকল্পে মোট ১২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরীর জন্য এক লাখ কুড়ি হাজার টাকা দেবে। যার প্রথম কিস্তি ৬০ হাজার টাকা। সরকারি সূত্রে এই টাকা ডিসেম্বরের ২০ তারিখে দেওয়া হবে। প্রসঙ্গত বলে রাখা দরকার টাকা দেওয়ার তারিখ হের ফের হতে পারে। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বলেছেন, বাংলার আবাস যোজনার টাকা দেওয়াতে দেরি করা যাবে না। তাই ২০ ডিসেম্বর টাকা না দিলেও ডিসেম্বর মাসের মধ্যেই টাকা দেওয়া হবে।
বিশ্বকর্মা যোজনায় নগদ ১৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। পরে লোন পাবেন ৩ লক্ষ টাকার।
দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ জানিয়ে দিল। কবে, কোথায় বসবে?
লক্ষীর ভান্ডার, বিধবা ভাতা সহ বিভিন্ন প্রকল্পের বরাদ্দ টাকা বাড়ানো হলো। ডিসেম্বরে কবে ঢুকবে?