বাংলা আবাস যোজনা
বাড়ি বানানোর কাজ কত দিনের মধ্যে শেষ করতে হবে?
বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ইতিমধ্যেই ঢুকে গেছে উপভোক্তাদের একাউন্টে। বাড়ি তৈরির কাজ কত দিনের মধ্যে শেষ করতে হবে বা কতটা কাজ এগোলে উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন এসব জানিয়ে প্রতিটি জেলাকে বুধবারই চিঠি পাঠিয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তর।
এই চিঠির সাথে দেওয়া হয়েছে একটি এসওপি নিয়মাবলী। এই নিয়মাবলী অনুযায়ী তিন থেকে ছয় মাসের মধ্যে প্রথম পর্যায়ের কাজ শেষ করতে হবে, তবেই দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যাবে। দ্বিতীয় কিস্তি পাওয়ার ৩ মাসের মধ্যেই সম্পূর্ণ করে ফেলতে হবে বাড়ির কাজ।
নির্মাণ সামগ্রীর দাম বাড়ার প্রবল সম্ভাবনা :
বাংলা আবাস যোজনার একসাথে ১২ লক্ষ বাড়ি তৈরি হওয়ার দরুন চাহিদা বাড়বে রাজমিস্ত্রির, চাহিদা বাড়বে নির্মাণ সামগ্রীর। ইট, বালি, সিমেন্টের সাথে সাথে রড ইত্যাদির দাম বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
এই প্রবল চাহিদার জন্য বিক্রেতারা যাতে দাম বাড়াতে না পারে সেদিকে নজর রাখতে বলা হচ্ছে বিডিওদের।
কর্মশ্রী প্রকল্পে আরও বেশি সুবিধা দেবে সরকার। অভিনব উদ্যোগ মুখ্যমন্ত্রীর।
প্রতিটি বিডিও অফিসার বা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে ডিলারদের সাথে কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। উপভোক্তা নির্মাণ সামগ্রী যাতে সঠিক দামে পেতে পারেন, কাঁচামালের কোয়ালিটি যাতে ঠিক থাকে সেদিকে কড়া নজরদারি করতে হবে। পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার ইতিমধ্যেই প্রশাসনিক কর্তাদের সাথে বৈঠক করেছেন জেলায় জেলায়।