Budget 2025 update For Farmers
২০২৫-২৬ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট পেশ করা হলো 1 ফেব্রুয়ারি। এই বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষকদেরকেই প্রাধান্য দিয়েছেন বেশি করে। কৃষকদের জন্য নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন, কৃষকদের নানান রকম সুবিধার বৃদ্ধি করেছেন। বিস্তারিত জানবো আজকের প্রতিবেদনে –
বাজেট অধিবেশন (Budget 2025 update) কেন গুরুত্বপূর্ণ?
কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার প্রতিবছরের শুরুতে বাজেট পেশ করে। এই বাজেটে ঘোষণা করা হয় সারা বছর ধরে কোন প্রকল্পে কোন খাতে কত টাকা ব্যয় করা হবে।
১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে কেন্দ্রের বাজেট পেশ হল। নানান রকম আপডেট এসেছে এই বাজেটে।
LPG Price Drop : বিরাট সুখবর, রান্নার গ্যাসের দাম কমলো। ফেব্রুয়ারিতে কত টাকায় কিনতে হবে?
Budget 2025 update
নতুন প্রকল্পটি কি?
অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কৃষকদের জন্য একটি নতুন প্রকল্প ঘোষণা করেছেন। এ প্রকল্পটির নাম হল প্রধানমন্ত্রীর ধনধান্য কৃষি যোজনা। অর্থমন্ত্রী জানিয়েছেন, মোট ১০০টি জেলার অন্তর্গত এক কোটি ৭০ লক্ষ কৃষক এই প্রকল্পের দ্বারা উপকৃত হবেন।
রাজ্য সরকার ও কেন্দ্র সরকার মিলে এই ১০০ টি জেলার কৃষি উন্নয়নের প্রতি মন দিয়ে কাজ করবে।
যে ১০০টি জেলায় কৃষিজ ফসলের উৎপাদনের হার অনেকটাই কম সেই সমস্ত জেলাগুলিকে চিহ্নিত করা হবে। এখানকার কৃষকদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে, ফসল বিক্রি করার ব্যবস্থা করা হবে, সেই সমস্ত জেলার পরিবেশ আবহাওয়া এবং মাটি অনুযায়ী আলাদা আলাদা ফসল চিহ্নিত করা হবে।
Budget 2025 update
কিষাণ ক্রেডিট কার্ডে বড় আপডেট :
যে সমস্ত কৃষকদের কিষান ক্রেডিট কার্ড রয়েছে, তারা ভারত সরকারের পক্ষ থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারতেন, এই লোনের পরিমাণ বর্তমানে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সর্বোচ্চ করা হয়েছে। অর্থাৎ বর্তমানে একজন কৃষক এই ক্রেডিট কার্ড ব্যবহার করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ডেইরি প্রোডাক্ট এবং ফিশারি শিল্পের জন্য ৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
১লা ফেব্রুয়ারী থেকে পাল্টে যাচ্ছে একাধিক নিয়ম। খরচ বাড়ছে সাধারণের।
ডাল উৎপাদনে গুরুত্ব প্রদান :
অর্থমন্ত্রী ঘোষণা করেন, ডাল উৎপাদনে আগামী 6 বছরের মধ্যে ভারত আত্মনির্ভর হয়ে উঠবে, সেদিকে নজর দিচ্ছে ভারত সরকার। এছাড়াও বিহারের প্রতি বাড়তি নজর প্রদান করা হয়েছে এই বাজেটে।
এছাড়া বিহারের মাটিতে ভালো মাখানা চাষ হয় বলে, আলাদা করে মাখানো বোর্ড ঘোষণা করা হয়েছে। এই বোর্ডের কাজ হবে নিজের জেলাতে মাখানার প্রক্রিয়া সহজ করে তোলা এবং বাজারজাত করার ব্যবস্থা করে দেওয়া। মাখানো চাষের জন্য অত্যাধুনিক মেশিনপত্র সরবরাহ করা হবে সরকারের তরফ থেকে।
PM Kisan 19th Installment : তারিখ ঘোষণা হয়ে গেল। কত টাকা? কবে ঢুকবে?
Budget 2025 update
কিষান সম্মান নিধির টাকা ডবল হল?
কৃষকরা মুখিয়ে ছিলেন এই আপডেটটার দিকে, বিশেষজ্ঞ মহল থেকে শুরু করে সাধারণ কৃষকরা সকলেই মনে করেছিলেন, এবারের বাজেটে কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা ৬ হাজার থেকে বেড়ে ১২০০০ টাকা হতে পারে। কিন্তু এই আশায় জল ঢেলে দিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে কৃষকরা দাবি জানাচ্ছেন সার এবং কীটনাশক এর ভর্তুকির পরিমাণ বাড়ানোর জন্য। কিন্তু এই বাজেটে এই প্রকল্প নিয়ে কোনো রকম ঘোষণা হয়নি। যা সাধারন কৃষকদের জন্য অনেকটাই হতাশা জনক।
রেশন কার্ড নিয়ে নতুন সমস্যা। ১৫ই ফেব্রুয়ারি মধ্যে করুন এই কাজ।