দুয়ারে সরকার ক্যাম্প-২০২৫
দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নবান্নের তরফ থেকে ঘোষণা করা হলো দুয়ারে সরকার ক্যাম্প-২০২৫ এর তারিখ। তারিখ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্য সচিব মনোজ পন্থ।
দুয়ারে সরকার ক্যাম্প-২০২৫ কবে বসবে?
২০২৫ সালের জানুয়ারি মাসের ২৪ তারিখ থেকে দুয়ারে সরকার বসবে এবং চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। সময় এবারে খুবই কম। তার মধ্যেও ঘোষণা করা হয়েছে সরকারি ছুটির দিনে ক্যাম্প বন্ধ রাখা হবে। যদিও আঞ্চলিকভাবে কোথাও কোথাও ক্যাম্প করা যেতে পারে। ২৬ শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে ক্যাম্প বন্ধ থাকতে পারে।
প্যান কার্ডের নতুন নিয়মগুলি ভাঙলে হতে পারে ১০,০০০ টাকা জরিমানা।
নতুন আবেদনগুলি কবে মঞ্জুর করা হবে?
যারা এবারের দুয়ারে সরকারে নতুন কোন প্রকল্পে আবেদন করবেন তাদের আবেদনগুলির যাচাই প্রক্রিয়া শেষ করা হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে। অর্থাৎ মাত্র এক মাসের মধ্যেই আবেদন মঞ্জুর করা হবে এবং পরবর্তী মাস থেকে নতুন আবেদনকারীরা টাকা পেতে শুরু করবেন।
কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবেন?
পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত প্রতিটি প্রকল্পের জন্য এই ক্যাম্পে আবেদন করা যাবে।
১) লক্ষীর ভান্ডার
২) বার্ধক্য ভাতা
৩) বিধবা ভাতা
৪) মানবিক ভাতা
৫) জাতিগত শংসাপত্র
৬) স্বাস্থ্যসাথী কার্ড
৮) খাদ্য সাথী প্রকল্প বা রেশন কার্ড
৯) জয় জোহর
১০) মৎস্যজীবী ক্রেডিট কার্ড
১১) কিষাণ ক্রেডিট কার্ড
১২) ভবিষ্যৎ ক্রেডিট কার্ড
১৩) স্টুডেন্ট ক্রেডিট কার্ড
১৪) কন্যাশ্রী
১৫) ঐক্যশ্রী সহ সমস্ত সরকারি প্রকল্পের নতুন করে আবেদন ও তথ্য সংশোধনের কাজ চলবে।
RBI New Rules : প্রতিদিন পাবেন ১০০ টাকা করে। ব্যাংকের নতুন নিয়ম চালু।
আপনার এলাকার ক্যাম্প কিভাবে খুঁজে পাবেন?
আপনার এলাকার ক্যাম্প খুজে পাওয়ার জন্য অনলাইনে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটটি হলো – এখানে ক্লিক করুন। ওয়েব সাইটে ‘find your camp’ অপশনে ক্লিক করুন। নিজের জেলা ও ব্লকের নাম লিখে দেখে নিন কোথায় আপনার এলাকায় ক্যাম্প বসতে চলেছে।