বাংলার বাড়ি তৈরিতে বিরাট উদ্যোগ। জব কার্ড থাকলে কাজ পাবেন সকলে।

বাংলার বাড়ি প্রকল্প

যে সমস্ত শ্রমিকদের জব কার্ড রয়েছে, তাদের জন্য বিরাট সুবিধা নিয়ে হাজির হয়েছে সরকারি প্রকল্প ‘বাংলার বাড়ি’।

দক্ষিণ 24 পরগনা জেলাতে, বাংলার বাড়ি তৈরি করার ক্ষেত্রে নিয়োগ করা হবে জব কার্ড হোল্ডার শ্রমিকদেরকে। কর্মশ্রী প্রকল্পের আওতায় যে সকল ব্যক্তি জব কার্ড বানিয়েছিলেন তারা এই বাড়িগুলো তৈরি করবেন।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

দক্ষিণ ২৪ পরগনা জেলাতে এখনো পর্যন্ত ১ লক্ষ ৪১ হাজার পরিবার বাংলার বাড়ি তৈরি করার অনুমোদন পেয়েছে। যার মধ্যে এক লক্ষ তিরিশ হাজার মানুষের ব্যাংক অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকে গেছে। বাকি ১১ হাজার জনের জন্যও প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই তারাও টাকা পেয়ে যাবে। যারা ভূমিহীন তাদেরকে জায়গা দান করে তারপর সেখানে বাড়ি বানিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার। এই কাজও খুব শীঘ্রই শুরু হবে।

Duare Sarkar 2025 : প্রথম দিনেই ৫ লক্ষ্যেরও বেশি মানুষ ভিড় করল।

কেন্দ্রের তরফ থেকে ১০০ দিনের কাজ দেওয়া হতো। কিন্তু বর্তমানে অনেক দিন যাবত ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে গ্রামের বিভিন্ন মানুষ কর্মহীন হয়ে পড়েছেন, দারিদ্র্য গ্রাস করেছে তাদেরকে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মশ্রী নামক একটি প্রকল্প চালু করেছেন এই সমস্ত শ্রমিকদের জন্য।

এই কর্মশ্রী প্রকল্পের অধীনে জব কার্ড বানালে, একজন শ্রমিক ৫০ দিন পর্যন্ত কাজ পাবেন। বিভিন্ন দপ্তর থেকে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে ইতিমধ্যে। তার মধ্যে অন্তর্ভুক্ত হলো বাংলার বাড়ি প্রকল্পটি।

প্রতিটি জেলার মতো দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও বাড়ি তৈরীর কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছে প্রশাসন। এবং প্রতিটি বাড়ি তৈরীর কাজে একজন করে জব কার্ড হোল্ডার কাজ পাবেন, এটাও নিশ্চিত করেছে পঞ্চায়েত দপ্তর। তবে পরিবার পিছু একজন করেই কাজ দেওয়া হবে। কারা কারা কাজ পাবেন তার লিস্ট তৈরি করবে প্রশাসনিক আধিকারিকরা।

লক্ষীর ভান্ডারের টাকা বাড়বে ফেব্রুয়ারি মাসে? কি বলছে বাজেট?

এর আগেও পথশ্রী অর্থাৎ রাস্তা নির্মাণ করার কাজে এই শ্রমিকদের কাজে লাগানোর নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। অতএব বোঝাই যাচ্ছে সাধারণ শ্রমিকদের কথা চিন্তা করে নানান রকম কর্মসংস্থান সৃষ্টি করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে।

জব কার্ড এর বিষয়ে আরো বিস্তারিত জানতে সরাসরি মুখ্যমন্ত্রীর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফোন নাম্বারটিতে ফোন করতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটি হলো – এখানে ক্লিক করুন

আধার কার্ড আপডেট নিয়ে UIDAI এর বড় ঘোষণা। শেষ তারিখ ১৪ই জুন ২০২৫। 

Md Cyber Zone -এর কনটেন্ট রাইটার। একজন বিশিষ্ট ইউটিউবার। বিগত চার বছরের বেশি সাংবাদিকতার সাথে যুক্ত।

Share this content:
WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

Leave a Comment