লক্ষীর ভান্ডার প্রকল্প
যারা এতদিন ধরে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে আসছেন তাদের টাকাও বন্ধ হয়ে যেতে পারে এই ভুলটির কারণে।
পশ্চিমবঙ্গের যে কোন প্রকল্প হোক বা কেন্দ্র সরকারের যে কোন প্রকল্প, সব প্রকল্পের ক্ষেত্রে আধার কার্ড সংযুক্তিকরণ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। লক্ষীর ভান্ডার প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার জন্য এই প্রকল্পে আধার কার্ড সংযুক্তিকরণ খুবই জরুরী।
প্যান-আধার লিঙ্ক, সরকার কেন করতে বলছে বারবার? বিপদে পড়তে পারেন আপনি।
কিন্তু শুধুমাত্র প্রকল্পের ফর্ম ফিলাপের সময় আধার কার্ড দিলেই হবে না। আধার কার্ড কে সংযুক্ত করতে হবে ব্যাংক একাউন্টের সাথে। অনেকেই মনে করেন ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় আধার কার্ড জমা দিলেই ব্যাংক একাউন্টের সাথে আধার কার্ড লিঙ্ক হয়ে যায় কিন্তু এমনটা হয় না। আলাদা করে ব্যাংকে গিয়ে কেওয়াইসি করতে হয়, যেখানে আধার কার্ড সংযুক্ত করতে হয়।
আপনার ব্যাংক একাউন্টে আধার কার্ড আগে থেকে সংযুক্ত করা আছে কিনা সেটা বোঝার জন্য কয়েকটা কাজ করতে পারেন। আপনার নিকটস্থ কোন গ্রাহক সেবা কেন্দ্র বা সাইবার ক্যাফেতে গিয়ে হাতের ছাপ দিয়ে ব্যাংকের ব্যালেন্স চেক করতে পারেন, যদি চেক করা যায় তাহলে বুঝবেন আপনার ব্যাংকে আধার লিঙ্ক করা রয়েছে। অনেক ক্ষেত্রে আধার লিঙ্ক করা থাকলেও যদি AEPS ব্যবস্থা ডিসেবল করা থাকে তাহলে হাতের ছাপ দিয়ে টাকা চেক করা যাবে না।আরেকটি বিষয় নিয়ে সকলে চিন্তিত থাকেন, যদি স্বাস্থ্য সাথী কার্ড না থাকে তাহলে লক্ষীর ভান্ডারের টাকা পাওয়া যাবে কিনা। এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন যদি মহিলার নিজের নামে স্বাস্থ্য সাথী কার্ড না থাকে তাহলেও চলবে। কারুর স্বাস্থ্য সাথী কার্ডে তার নাম অন্তর্ভুক্ত থাকলেই চলবে।
দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ ঘোষণা হল। কারা, কী সুবিধা পাবেন? Duare Sarkar Camp -2024
নতুন আবেদনকারীরা কবে টাকা পাবেন?
যারা আগে থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন তারা যথা সময়ে ডিসেম্বর মাসে টাকা পাবেন। কিন্তু যারা ২০২৪ সালে প্রথম দিকে এই প্রকল্পের ফর্ম ফিলাপ করেছেন, তাদেরও ডিসেম্বর মাস থেকে টাকা ঢোকার কথা আগেই বলেছেন মুখ্যমন্ত্রী। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি ঘোষণা না করলে এ বিষয়ে কোনো নিশ্চিত খবর দেওয়া সম্ভব নয়।