লক্ষীর ভান্ডারের স্ট্যাটাস চেক মোবাইল দিয়ে কিভাবে করবেন?

লক্ষীর ভান্ডারের স্ট্যাটাস চেক সম্পূর্ণ পদ্ধতি

২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহেই হয়ে গেল দুয়ারে সরকার ক্যাম্প। হাজার হাজার মহিলারা এই ক্যাম্পে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেছেন। তারা মোবাইল দিয়ে বাড়িতে বসে কিভাবে স্ট্যাটাস চেক করবেন? কবে থেকে টাকা পাবেন? এই বিষয়গুলি আজকের প্রতিবেদনে জানবো।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now
লক্ষীর ভান্ডারকে সর্বাধিক প্রাধান্য :

পশ্চিমবঙ্গের শাসক দল সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে লক্ষীর ভান্ডার প্রকল্পকে। এই প্রকল্পের কাজ সবচেয়ে আগে করা হয়, স্বচ্ছতার সাথে করা হয়।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন আবেদন করবেন, তাদের আবেদনগুলি কে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই অনলাইনে প্রসেসিং করা হবে।

RBI New Rules : ছয় মাসের জন্য সাসপেন্ড করা হলো ব্যাংক। দুর্ভোগে সাধারণ মানুষ।

লক্ষীর ভান্ডারের অনলাইন পোর্টাল :

আমরা জানি বিধবা ভাতা বা বার্ধক্য ভাতা ইত্যাদি প্রকল্পের অনলাইন স্ট্যাটাস চেক বাড়িতে বসে করা যায় না। কারণ এগুলোর জন্য কোন স্বতন্ত্র পোর্টাল সরকারের তরফ থেকে বানানো হয়নি।

কিন্তু অন্যদিকে লক্ষীর ভান্ডারকে প্রাধান্য দিয়ে একটি বিশেষ পোর্টাল তৈরি করা হয়েছে। এই পোর্টালে শুধু আবেদনের স্ট্যাটাস চেকই নয়, কবে টাকা ছাড়া হচ্ছে, কবে ব্যাংক একাউন্টে টাকা ঢুকতে পারে সমস্তটাই বাড়িতে বসে জানা যায়।

আপনার আবেদনটি কি অবস্থায় রয়েছে?

লক্ষীর ভান্ডারের স্ট্যাটাস চেক করে আপনি দেখতে পাবেন আপনার আবেদনটি কি অবস্থায় রয়েছে। আবেদনটি আদৌ অ্যাপ্রুভ হয়েছে কিনা।

লক্ষীর ভান্ডারের স্ট্যাটাস চেক কিভাবে করবেন মোবাইল দিয়ে?

১) প্রথমেই চলে যেতে হবে লক্ষ্মীর ভান্ডারের অনলাইন পোর্টালে। অনলাইন পোর্টালটি হলো – এখানে ক্লিক করুন
২) এই পোর্টালে ঢোকার পরে ‘track application status’ (ট্রাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস) অপশনটি নির্বাচন করতে হবে।
৩) তারপর এপ্লিকেশন আইডি নম্বর, আপনার মোবাইল নম্বর (আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি লাগবে), আধার কার্ড নম্বর এবং স্বাস্থ্যসাথী কার্ড নম্বর এই চারটি বিকল্প সামনে আসবে।

Government Scheme : ৮ই মার্চের আগে মহিলারা পাবেন ২৫০০ টাকা।

৪) এই চারটি বিকল্পের মধ্যে যে কোন একটি নির্বাচন করতে হবে এবং নম্বর টাইপ করতে হবে।
৫) এরপরে একটি নির্দিষ্ট ক্যাপচা কোড আসবে।(ক্যাপচা কোড কথার অর্থ হল – যা যা বর্ণ বা সংখ্যা দেখতে পাচ্ছেন, সেগুলি নিচে বক্সে টাইপ করতে হবে)
৬) এরপরে সার্চ অপশনে ক্লিক করলেই নয় সংখ্যার অ্যাপ্লিকেশন আইডি দেখা যাবে এবং আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস আপনি দেখতে পাবেন।

নতুনরা কবে টাকা পাবেন?

সম্প্রতি ফেব্রুয়ারির ১২ তারিখে রাজ্য সরকার বাজেট পেশ করেছে। কিন্তু এই বাজেটে কোন প্রকল্প নিয়ে আলোচনা করা হয়নি বা টাকা বরাদ্দ করা হয়নি। তাই নতুনরা যারা আবেদন করেছেন তারা কবে টাকা পাবেন তা নিয়ে নিশ্চিত কিছু বলা যাচ্ছে না।

Electric Bill News : তিন মাসে কত বিদ্যুৎ পোড়ালে দিতে হবে না টাকা? জানেন কী?

Md Cyber Zone -এর কনটেন্ট রাইটার। একজন বিশিষ্ট ইউটিউবার। বিগত চার বছরের বেশি সাংবাদিকতার সাথে যুক্ত।

Share this content:
WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

Leave a Comment