লক্ষীর ভান্ডার প্রকল্প
লক্ষীর ভান্ডারের টাকা বাড়বে কিনা সেই দিকে তাকিয়ে আছে গোটা পশ্চিমবঙ্গের সকল মহিলারা। আর এমন সময়, বিরাট একটি আপডেট সামনে এলো। আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত জানবো।
দিল্লিতে বিধানসভা নির্বাচন হয়ে গেল। সেখানে জয়লাভ করলো বিজেপি। তাই পশ্চিমবঙ্গেও এই দল একটু হলেও আশ্বাস পাচ্ছে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে নানান রকম মন্তব্য করা হচ্ছে।
বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী একটি বড় মন্তব্য প্রকাশ করেছেন। তিনি বলেছেন ‘লক্ষীর ভান্ডারে হাজার টাকা দেয় রাজ্য। বাজেটে ১৫০০ টাকা করা হবে’। এরপর তিনি আরো বলেছেন বাংলায় বিজেপি ক্ষমতায় এলে ৩০০০ টাকা করে লক্ষীর ভান্ডার দেওয়া হবে।’
Duare Sarkar Status Check : দুয়ারে সরকারে আবেদন করা প্রকল্পের স্ট্যাটাস চেক করুন এই ভাবে।
লক্ষীর ভান্ডার প্রকল্প শুরু থেকেই চর্চায় থেকেছে সবসময়। এটা শাসক দলের অন্যতম ভোট হাতিয়ার। সাধারণ মানুষও আশা করেছেন এবং প্রশাসনিক দল থেকেও অনেকবার ইঙ্গিত দেওয়া হয়েছে লক্ষীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর জন্য। এবার খুব শিগগিরই তা বাস্তবায়িত হতে চলেছে।
১২ ফেব্রুয়ারি রাজ্য সরকার বাজেট পেশ করবে।(যেসব দর্শক বাজেট মানে বোঝেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি – বাজেট এমন একটি অধিবেশন যেখানে রাজ্য সরকার ঠিক করবে একটি গোটা অর্ধ বর্ষে কোথায় কোন প্রকল্পের জন্য কত টাকা খরচা করা হবে। এই হিসাব অনুযায়ী ২০২৫-২৬ অর্থবর্ষে সব প্রকল্পের জন্য খরচা করা রাজ্যের কোষাগার থেকে।) ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট রাজ্য সরকারের। তাই এই বাজেটে অনেক রকম চমক থাকতে পারে বলেই আশা করা যাচ্ছে। আর এরই মধ্যে শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছেন।
বার্ধক্য ভাতার টাকা কবে ঢুকবে? ফেব্রুয়ারি মাসের আপডেট জানেন?
শুধু লক্ষীর ভান্ডারই নয়, তিনি বলেছেন বিজেপি ক্ষমতায় এলে বাংলা আবাস যোজনার জন্য ৩ লক্ষ টাকা করে দেওয়া হবে। যেটা রাজ্য সরকার ১ লক্ষ ২০ হাজার টাকা করে দিচ্ছে।
তাই আশা করা যাচ্ছে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে যেহেতু লক্ষীর ভান্ডার প্রকল্প এনে চমক দিয়েছিল রাজ্য সরকার, তেমনি 2025 সালের বাজেটে হয়তোবা নতুন কোন প্রকল্প আসবে নতুবা লক্ষীর ভান্ডারের টাকা বাড়ানো হবে। এখন সবাই মুখিয়ে আছে ১২ তারিখের দিকে।
Mamata Banerjee : ৫০ হাজারেরও বেশি মানুষ চাকরি পেতে চলেছে, কোথায় হবে নিয়োগ?