নতুন রেশন কার্ড বানান এক্ষুনি। নাহলে সমস্যায় পড়তে পারে পরিবারের সকলে।

নতুন রেশন কার্ড আপডেট

ভারতে বসবাসকারী প্রতিটি আর্থিকভাবে দুস্থ পরিবারের রেশন কার্ড থাকা জরুরী কারণ এই কার্ড দ্বারা ভারত সরকার প্রদত্ত বিনামূল্যের খাদ্য সামগ্রী পাওয়া যায়। যে পরিবার দারিদ্র সীমার নিচে অবস্থান করছে সেই পরিবারের প্রতিটি ব্যক্তির নাম রেশন কার্ডে যুক্ত থাকা জরুরী। তাছাড়া রেশন কার্ড দেখিয়ে নানান রকম সরকারি প্রকল্প ও সুযোগ সুবিধা পাওয়া যায়।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now
নতুন রেশন কার্ড
নতুন রেশন কার্ড

নতুন রেশন কার্ড কাদের বানাতে হবে?

পরিবারে যদি কোন শিশুর জন্ম হয় তাহলে জন্মের পরেই তার নাম রেশন কার্ডে নথিভুক্ত করা যাবে। বা পরিবারের কোন পুরুষ যদি বিবাহ করে, তাহলে তার স্ত্রীয়ের রেশন কার্ড বানাতে হবে। নতুন রেশন কার্ড বানাতে হলে কিছু নথিপত্রের প্রয়োজন।

বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে?

কী কী নথিপত্রের প্রয়োজন পড়বে?

যদি পরিবারে কোনো শিশু জন্ম নেয় সে ক্ষেত্রে তার নাম রেশন কার্ডে নথিভুক্ত করার জন্য তার বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ দরকার হবে তার সাথে বাবা মায়ের রেশন কার্ড ও আধার কার্ড প্রয়োজন পড়বে।

যদি পরিবারের কোনো পুরুষ বিবাহ করে স্ত্রী নিয়ে আসেন সে ক্ষেত্রে স্ত্রীর নাম রেশন কার্ডে যুক্ত করার জন্য বিবাহ সনদ বা ম্যারেজ রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন পড়বে, তার সাথে স্বামীর আধার কার্ড ও রেশন কার্ড লাগবে।

বাংলার বাড়ি প্রকল্পে PWL লিস্টে যাদের নাম আছে তারা কবে টাকা পাবে?

অনলাইন বা অফলাইন কিভাবে আবেদন করতে হবে?

নতুন রেশন কার্ড বানানোর জন্য অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে।

অনলাইন আবেদন : অনলাইনে নতুন রেশন কার্ড বানানোর জন্য রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটটি হল – এখানে ক্লিক করুন। এই ওয়েবসাইটে ঢুকে নতুন নাম নথিভুক্ত করার অপশনটি (‘New Member Add’) নির্বাচন করে উপযুক্ত ফর্ম ফিলাপ করে নথিপত্র সহ সাবমিট করতে হবে। আবেদন করার ১৫ থেকে ৩০ দিনের মধ্যেই রেশন কার্ড পাওয়া যাবে।

অফলাইন আবেদন : নতুন রেশন কার্ডের জন্য অফলাইনে আবেদন করতে হলে পরিবারের হেড যিনি তার রেশন কার্ড সহ আবেদনকারীর সমস্ত নথিপত্র নিয়ে নির্দিষ্ট এলাকার খাদ্য সরবরাহ দপ্তরে যেতে হবে সেখান থেকে নতুন নাম নথিভুক্ত করার ফর্মটি নিয়ে ফিলাপ করে জমা দিতে হবে।

টোটোওয়ালা অ্যাপ মোবাইল দিয়ে টোটো বুকিং করুন। বিরাট সুবিধা সাধারণের।

পরিবারের নতুন সদস্যের নাম নথিভুক্ত করলে তার কার্ডের জন্য ধার্য খাদ্য সামগ্রীও পাওয়া যাবে। ফলে পরিবারের আর্থিক অবস্থার উন্নতি হবে।

Md Cyber Zone -এর কনটেন্ট রাইটার। একজন বিশিষ্ট ইউটিউবার। বিগত চার বছরের বেশি সাংবাদিকতার সাথে যুক্ত।

Share this content:
WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

Leave a Comment