Old Age Pension Big Update : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পুরনোরা কবে টাকা পাবে? দেরি হচ্ছে কেন?

Old Age Pension December Payment

পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার প্রতি মাসে ১০০০ টাকা করে দিয়ে থাকে। কিন্তু যারা এই প্রকল্পের পুরনো উপভোক্তা রয়েছে তারা বেশ কিছু মাস ধরে অনিয়মিত টাকা পাচ্ছেন। আজকের এই প্রতিবেদনে অনিয়মের কারণ জানব এবং টাকা কবে পাওয়া যাবে সেই ব্যাপারেও জেনে নেব।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

old age pension

 

Old Age Pension : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ফর্ম ফিলাপ যেমন একটাই ফর্মে হয়। ঠিক সেই রকম ভাবে এই প্রকল্পগুলির একই সাথে টাকা দেওয়া হয়। বেশ কিছু মাছ ধরেই দেখা যাচ্ছে এই প্রকল্পগুলিতে যারা ফেব্রুয়ারি ২০২৪ থেকে টাকা পাচ্ছে তাদের টাকা নিয়মিত ঢুকলেও যারা পুরনো অর্থাৎ অনেকদিন ধরে টাকা পাচ্ছে তাদের টাকা কিন্তু ঢুকছে না, এবং অনিয়ম হচ্ছে।

অনিয়ম বলতে এক মাসে না ঢুকে পরের মাসে সেই টাকাটা একেবারে দেওয়া। আবার এমনও ঘটেছে দুই মাসের টাকার মধ্যে এক মাসের টাকা পাওয়া গেছে, অন্য এক মাসের পাওয়া যায়নি। এরকম অনেক অভিযোগ করছেন পুরনো উপভোক্তারা। এই প্রকল্পের যারা টাকা পান তারা জানিয়েছেন এই টাকা দিয়ে তাদের মাসিক ওষুধের খরচা বা হাত খরচা চালাতে কাজে লাগে। এদিকে বিগত দুই মাস ধরে টাকা না ঢোকায় তাদের খুবই সমস্যা হচ্ছে।

বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে?

কতদিন টাকা ঢুকছেনা?

আগস্ট মাস থেকেই টাকা ঢোকা নিয়ে সমস্যা দেখা দিয়েছে এই সমস্ত প্রকল্পগুলিতে। যদিও আগস্ট মাসের টাকা পাওয়া গেছে অক্টোবর মাসে। ব্যাস, তারপর থেকে এখন পর্যন্ত আর টাকা মেলেনি কোন মাসের।

Old Age Pension December Payment
কবে টাকা পাওয়া যেতে পারে?

সূত্রের খবর, এই প্রকল্পের টাকা পেতে আরো এক দুমাস দেরি হতে পারে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি এই প্রকল্পের টাকা দেওয়া অলরেডি শুরু হয়ে গেছে। বিভিন্ন জেলায় টাকা ঢুকতে শুরু করেছে। যদিও দুই মাসের বাকি থাকা টাকা ২০০০ টাকা পাওয়ার কথা কিন্তু তার বদলে মিলেছে ১০০০ টাকা। এই বিষয়ক উপযুক্ত প্রমাণ রয়েছে।

বাংলার বাড়ি প্রকল্পে PWL লিস্টে যাদের নাম আছে তারা কবে টাকা পাবে?

প্রমাণ সহ টাকা দেওয়ার বর্ণনা:
Old Age Pension
Old Age Pension

 

উপরের যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটি উত্তর চব্বিশ পরগনার বার্ধক্য ভাতা পাওয়ার প্রমাণ। ছবিটিতে দেখা যাচ্ছে একটি ব্যাংকের স্টেটমেন্ট। যেখানে ২০ ডিসেম্বর বার্ধক্য ভাতার টাকা ব্যাংকে ঢুকেছে।

Old Age Pension December Payment
এখনই টাকা না পেলে কবে পাওয়া যাবে?

এখনো যদি আপনাদের একাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে আপনাদের আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে। যেহেতু, কয়েকটি জেলায় টাকা দেওয়া শুরু হয়েছে তাই আস্তে আস্তে সমস্ত জেলায় টাকা ঢুকে যাবে।

টোটোওয়ালা অ্যাপ মোবাইল দিয়ে টোটো বুকিং করুন। বিরাট সুবিধা সাধারণের।

বার্ধক্য, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন করে আবেদন করার জন্য, কোন সমস্যা জানানোর জন্য সরাসরি মুখ্যমন্ত্রী অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখানে থাকা ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। অফিসিয়াল ওয়েবসাইটটি হল – এখানে ক্লিক করুন

Md Cyber Zone -এর কনটেন্ট রাইটার। একজন বিশিষ্ট ইউটিউবার। বিগত চার বছরের বেশি সাংবাদিকতার সাথে যুক্ত।

Share this content:
WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

Leave a Comment