বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় নতুনরা কবে টাকা পাবে?

পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অন্যতম। আসুন জেনে নেওয়া যাক এই প্রকল্পে নতুন আবেদনকারীদের টাকা কবে দেওয়া হবে।
বার্ধক্য ভাতা:
৬০ বছর বয়স হলেই পুরুষ মহিলা উভয়ে এই প্রকল্পে আবেদন করা যায়। এই প্রকল্পে আবেদন করার জন্য ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ব্যাংকের বই, ইনকাম সার্টিফিকেট এবং এক কপি ফটো প্রয়োজন হয়। পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এবং উপরের মানদণ্ড গুলি পূরণ করলেই আপনি এই প্রকল্পে আবেদন করতে পারেন।
বাংলার বাড়ি প্রকল্পে PWL লিস্টে যাদের নাম আছে তারা কবে টাকা পাবে?
বিধবা ভাতা:
যাদের স্বামী মারা গেছেন তারা এই প্রকল্পে আবেদন করতে পারেন। আবেদন করার জন্য বার্ধক্য ভাতায় যে যে ডকুমেন্টগুলি লাগে সেই ডকুমেন্ট গুলি বিধবা ভাতাতেও লাগে। শুধুমাত্র স্বামীর মৃত্যুর সংসাপত্র যুক্ত করতে হবে আরও একটি অতিরিক্ত নথি হিসাবে। উপরের মানদন্ড গুলি পূর্ণ করলে এই প্রকল্পে আবেদন করা যেতে পারে।
প্রতিবন্ধী ভাতা:
প্রতিবন্ধী ভাতার আরেক নাম মানবিক ভাতা। প্রতিবন্ধী ভাতায় আবেদন করার জন্য বার্ধক্য ভাতার সমস্ত ডকুমেন্ট প্রয়োজন পড়বে এবং সাথে প্রতিবন্ধী শংসাপত্র প্রয়োজন হবে। তাহলেই এই প্রকল্পে আবেদন করা যাবে।
কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে অনেকদিন আগে আবেদনপত্র জমা দেওয়ার পরেও এখনো পর্যন্ত কোনো প্রকল্পেই টাকা পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় আবেদনকারীরা চিন্তিত হচ্ছেন।
টোটোওয়ালা অ্যাপ মোবাইল দিয়ে টোটো বুকিং করুন। বিরাট সুবিধা সাধারণের।
সূত্রের খবর:
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে যারা মানবিক প্রকল্পে আবেদন করেছেন শুধুমাত্র তাদের আবেদন পত্র মঞ্জুর করা হচ্ছে এবং তাদের টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু অন্যদিকে বার্ধক্য এবং বিধবা ভাতা কোনোটির কাজ বর্তমানে হচ্ছেনা। তাই এমন অবস্থায় বলা চলে যারা প্রতিবন্ধী ভাতায় আবেদন করেছিলেন তারা খুব শিগগিরই টাকা পেয়ে যাবেন। আর যারা বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতায় আবেদন করেছিলেন তাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যতক্ষণ না সরকার থেকে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে ততক্ষণ নতুনদের বার্ধক্য এবং বিধবা ভাতায় টাকা দেওয়ার কাজ স্থগিত থাকবে।
চাকরির মেলা ২০২৪ : শুরু হচ্ছে। কোন যোগ্যতা ছাড়াই সবাই পাবে চাকরি।
উল্লেখ্য, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় পুরনো উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ বন্ধ রয়েছে। বিগত দুই মাস তাদের টাকা একাউন্টে ঢোকেনি। কিন্তু যাদের নাম অলরেডি এই সমস্ত ভাতায় রয়েছে তাদের চিন্তা করার কোনো কারণ নেই তাদের টাকা যথাসময়েই একাউন্টে ঢুকে যাবে শুধুমাত্র একটু অপেক্ষার প্রয়োজন।
বার্ধক্য, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা নতুন করে আবেদন করার জন্য, কোন সমস্যা জানানোর জন্য সরাসরি মুখ্যমন্ত্রী অফিসিয়াল ওয়েবসাইটে যান এবং সেখানে থাকা ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করুন। অফিসিয়াল ওয়েবসাইটটি হল – এখানে ক্লিক করুন।