টোটোওয়ালা অ্যাপ মোবাইল দিয়ে টোটো বুকিং করুন। বিরাট সুবিধা সাধারণের।

‘টোটোওয়ালা’ অ্যাপ

ওলা, উবার, রেপিডো, এখন অতীত এবার ‘টোটোওয়ালা’ অ্যাপ দিয়ে টোটো বুক করুন বাড়ি বসে।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now
‘টোটোওয়ালা’ অ্যাপ
‘টোটোওয়ালা’ অ্যাপ

 

‘টোটোওয়ালা’ অ্যাপ কোথায় চালু হলো?

সম্প্রতি টোটোওয়ালা অ্যাপ চালু করেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একদল প্রাক্তন পড়ুয়া। বীরভূম জেলার শান্তিনিকেতনে এই সুবিধা পাওয়া যাবে।

প্রতিবছর হাজার হাজার পর্যটক শান্তিনিকেতন ঘুরতে আসেন শীতকালে। পৌষ মেলা সহ সোনাঝুরির হাট দেখতে সকলেই ভালোবাসেন। কিন্তু সমস্যাটা হয় টোটো ভাড়া নিয়ে, অনেক সময় ঝামেলা লেগে যায় টোটো ওয়ালা এবং যাত্রীদের মধ্যে। এই ব্যাপারটাকে সহজ করে দিয়েছে টোটোওয়ালা অ্যাপ।

চাকরির মেলা ২০২৪ : শুরু হচ্ছে। কোন যোগ্যতা ছাড়াই সবাই পাবে চাকরি।

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, রবীন্দ্রভবন সংগ্রহশালা, সৃজনী শিল্পগ্রাম, কোপাই নদী, সোনাঝুরি হাট, সতী পিঠের অন্যতম কঙ্কালীতলা মন্দির এই সমস্ত কিছু ঘুরে দেখার জন্য একমাত্র অবলম্বন হলো সেখানকার টোটো। কিন্তু এই টোটো ভাড়া নিয়ে সবসময় বছরসা বাঁধে পর্যটকদের সাথে। যে যেমন পারে ভাড়া নেয়। তাই এবার চালু করা হলো টোটোওয়ালা অ্যাপ।

 

‘টোটোওয়ালা’ অ্যাপ
‘টোটোওয়ালা’ অ্যাপ
কীভাবে বুক করা যাবে?

গুগল প্লে স্টোর থেকে অন্যান্য অ্যাপের মতনই টোটোওয়ালা অ্যাপ ডাউনলোড করতে হবে। এবার যাত্রীদেরকে ফোন নাম্বার ইমেইল আইডি এবং নাম দিয়ে সেখানে লগইন করতে হবে। কিন্তু এই সমস্ত নথিপত্র একদমই সুরক্ষিত থাকবে বলেই জানিয়েছে প্রাক্তনেরা।

রেশন কার্ড থাকলে জানুয়ারি মাস থেকে দেবে ১০০০ টাকা, সাথে বিনামূল্যে খাদ্য সামগ্রী।

পর্যটকদের বিশেষ সুবিধা :

থাকবে না কোন ভাড়া নিয়ে বিবাদ। কারণ প্রথমেই ভাড়া দেখে তবেই বুকিং করতে পারবেন পর্যটকরা। ভাড়া যদি পছন্দ হয় তবেই বুকিং করবেন পর্যটকরা এর ফলে ভাড়া নিয়ে যে বচসা আগে হতো সেটা কমবে।

এই অ্যাপে এখনো পর্যন্ত ১০০ জন টোটো চালক যুক্ত হয়েছেন বলেই জানা গেছে। চালকদেরকে অ্যাপ এ ঢোকার জন্য আধার কার্ড এবং নিজের ছবি ও ফোন নাম্বার যুক্ত করতে হবে। ফলে যাত্রীদের সুরক্ষা নিশ্চিত।

পৌষমেলা শুরু হচ্ছে ২৩ ডিসেম্বর থেকে। ফলে পর্যটকদের জন্য অনেকটাই সুবিধা হল এই অ্যাপের আবিষ্কারে। সারাদিনের জন্য টোটো বুকিং করা যাবে, আবার ঘন্টাখানেকের হিসাবেও টোটো বুকিং করা যাবে।

বাংলার বাড়ি নিয়ে বড় ঘোষণা। বাকিরা টাকা পাবেন জুন মাসে। কেন জানেন?

এর ফলে টোটো চালকদেরও অনেকটাই সুবিধা হয়েছে কারণ তাদেরকেও ভাড়ার জন্য এদিক ছুটে বেড়াতে হবে না, তার ভাড়া নিয়ে পর্যটকদের সঙ্গে ঝগড়া করতে হবে না। সহজ হয়েছে উভয়ের কাজ।

Md Cyber Zone -এর কনটেন্ট রাইটার। একজন বিশিষ্ট ইউটিউবার। বিগত চার বছরের বেশি সাংবাদিকতার সাথে যুক্ত।

Share this content:
WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

Leave a Comment