প্যান কার্ডের নতুন নিয়মগুলি ভাঙলে হতে পারে ১০,০০০ টাকা জরিমানা।

প্যান কার্ডের নতুন নিয়ম

ইনকাম ট্যাক্স বিভাগ বা আয়কর বিভাগ প্যান কার্ডের নতুন নিয়ম জারি করেছে। আজকের প্রতিবেদনে এই বিষয়ে বিস্তারিত জানবো।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

প্যান কার্ডের নতুন নিয়মে কি সমস্যা হতে পারে?

বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে ইনকাম ট্যাক্স বিভাগ প্রায়শই নতুন নতুন আপডেট জারি করছে। সম্প্রতি প্যান কার্ড নিয়ে নতুন একটি আপডেট জারি করেছে।

প্যান কার্ডের অপব্যবহার রোধ করার জন্যই এই নতুন আপডেট।

যদি আপনার কাছে একাধিক প্যান কার্ড থাকে তবে এটি একটি আইনত অপরাধ বলে গণ্য হবে। যদি কোন ব্যক্তির কাছে দুটি প্যান কার্ড পাওয়া যায় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর জন্য ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।

দুয়ারে সরকার ক্যাম্প-২০২৫ কবে বসছে? কিভাবে দেখবেন?

প্যান কার্ডের নতুন নিয়ম

এখন কি করনীয়?

অনেক ক্ষেত্রে দেখা যায় একটি ব্যক্তির কাছে দুটি প্যান কার্ড রয়েছে। অনেকে আবার একবার প্যান কার্ডের জন্য আবেদন করার পরে কোন আপডেট না পেয়ে নতুন করে আবার প্যান কার্ডের জন্য আবেদন করেন। এটি একটি সমস্যার কারণ হতে পারে। দুবার করে প্যান কার্ডের জন্য আবেদন করার প্রয়োজন পড়ে না।

সঠিক তথ্যের প্রয়োজনীয়তা :

প্যান কার্ড তৈরীর সময় ভুল তথ্য কখনোই দেবেন না। যদি আপনার প্যান কার্ডে ভুল তথ্য থাকে যেমন জন্ম তারিখ, নাম বা ঠিকানা প্রভৃতি ভুল থাকে তাহলে সেগুলি সংশোধন করুন। সংশোধনের পরিবর্তে নতুন প্যান কার্ড তৈরি করতে যাবেন না তাহলে হতে পারে ১০ হাজার টাকা পর্যন্ত জরিমানা।

স্বাস্থ্যসাথী প্রকল্পের বরাদ্দ এক ধাক্কায় ২ গুণ কমানো হলো।

বিয়ের পর কি করনীয়?

অনেক ক্ষেত্রে দেখা যায় মহিলারা বিয়ের পরে নতুন প্যান কার্ডের জন্য আবেদন করতে যান। পদবী পরিবর্তন করার জন্য নতুন প্যান কার্ডের আবেদন করতে যাবেন না। আগের প্যান কার্ডে এই ভুল সংশোধন করানো যাবে। নতুন প্যান কার্ড বানাতে গেলে জরিমানা দিতে হতে পারে।

প্যান কার্ড চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে কি করবেন?

যদি আপনার প্যান কার্ড দেই ভুলবশত হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে অবিলম্বে সেটি ব্লক করতে হবে। এর জন্য এফআইআর দায়ের করতে হবে। কারণ চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া আপনার প্যান কার্ড ডিপ প্রতারণার জন্য ব্যবহার করা যেতে পারে এবং আপনাকে শাস্তির মুখে পড়তে হতে পারে।

বাড়ি বাড়ি গ্যাসের পাইপ লাগানো হচ্ছে। হাইড্রোজেন গ্যাসে হবে রান্না।

দুটি প্যান কার্ড থাকলে কি করবেন?

যদি আপনার কাছে দুটি প্যান কার্ড থাকে তাহলে একটি প্যান কার্ড বাতিল করতে হবে বা জমা দিতে হবে। এর জন্য অফলাইনে আপনাকে UTI বা NSDL এর কেন্দ্র থেকে 49A ফর্মটি পূরণ করতে হবে। অনলাইনে NSDL এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও অতিরিক্ত প্যান কার্ড জমা করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটটি হল – এখানে ক্লিক করুন

ABHA Health Card : মোদি সরকারের নতুন কার্ড। কী সুবিধা পাবেন এই কার্ডে?

Md Cyber Zone -এর কনটেন্ট রাইটার। একজন বিশিষ্ট ইউটিউবার। বিগত চার বছরের বেশি সাংবাদিকতার সাথে যুক্ত।

Share this content:
WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

Leave a Comment