PM Kisan Yojana 2025 Update
২০২৪ সালের ৫ই অক্টোবর কৃষকদের উদ্দেশ্যে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের ১৮ তম কিস্তির টাকা পাঠানো হয়েছিল। এখন কৃষকদের মনে একটাই প্রশ্ন ১৯তম কিস্তির টাকা কখন ব্যাংক একাউন্টে ঢুকবে?
PM Kisan Yojana

পিএম কিষান প্রকল্পের উদ্দেশ্য কী?
আমাদের দেশ মূলত কৃষিভিত্তিক। কিন্তু কৃষিকাজ করা সহজ নয়। নানান প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয় কৃষকদের তেমনি চাষের যন্ত্রপাতি কেনা থেকে শুরু করে ফসলের বীজ, গবাদি পশুর খাদ্য প্রভৃতি যোগান দিতে হিমশিম খায় কৃষকরা। এই কথা মাথায় রেখে কেন্দ্র সরকার সহ রাজ্য সরকারও কৃষকদের আর্থিক অবস্থা ঠিক রাখতে নানান প্রকল্প চালু করে থাকেন।
Old Age Pension Big Update : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পুরনোরা কবে টাকা পাবে? দেরি হচ্ছে কেন?
রাজ্য সরকারের ক্ষেত্রে যেমন কৃষক বন্ধু প্রকল্প চালু রয়েছে তেমনি কেন্দ্র সরকারের একটি অন্যতম প্রকল্প হল পিএম কিষান সম্মান নিধি প্রকল্প। ২০১৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্প চালু করেছিলেন কৃষকদের জন্য। এই প্রকল্পে বছরে তিনটি কিস্তিতে মোট ৬০০০ টাকা অর্থ সাহায্য দেওয়া হয় কৃষকদের। প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে পান তারা।
ইতিমধ্যে ২০২৪ সালের অক্টোবরে ১৮তম কিস্তির টাকা পেয়ে গেছেন কৃষকরা। কিন্তু ২০২৫ সালের শুরুতেই ১৯ তম কিস্তির টাকা পাওয়ার কথা।
PM Kisan Yojana 19th installment
পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের উনিশতম কিস্তি কবে ঢুকবে?
কৃষকরা অপেক্ষায় রয়েছেন ১৯তম কিস্তির। যেহেতু অক্টোবর মাসের প্রথম সপ্তাহে টাকা দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ১৯ তম কিস্তির ২০০০ টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো হবে, যেহেতু চার মাস অন্তর টাকা পাওয়ার কথা। কিন্তু কৃষকদের ব্যাংক একাউন্টে টাকা ঢোকার আগে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হল ই-কেওয়াইসি সম্পূর্ণ করা। প্রকল্পে সবকিছু ঠিক থাকলেও কেওয়াইসির কারণে ব্যাংক একাউন্টে টাকা না ঢুকতেও পারে।
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতায় নতুন আবেদনকারীদের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে?
PM Kisan Yojana Kyc

এই প্রকল্পের কেওয়াইসি কিভাবে করবেন?
যেকোনো অনলাইন সাইবার ক্যাফে থেকে বা সিএসসি অর্থাৎ গ্রাহক সেবা কেন্দ্র থেকে কেওয়াইসি সম্পূর্ণ করতে পারবেন গ্রাহক। প্রথমে জানতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে কিনা। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এরপর আধার ওটিপি ব্যবহার করে যাচাই করতে হবে। যদি ওটিপি ব্যবহার করতে না পারেন সে ক্ষেত্রে বায়োমেট্রিক যাচাইকরণ করতে হবে এবং কেওয়াইসি সম্পূর্ণ করার পরে ব্যাংক একাউন্টে টাকা ঢুকেছে কিনা সেটার স্ট্যাটাস চেক করা যাবে।
বাংলার বাড়ি প্রকল্পে PWL লিস্টে যাদের নাম আছে তারা কবে টাকা পাবে?
PM Kisan Yojana status check
এই প্রকল্পের স্ট্যাটাস চেক কিভাবে করবেন?
প্রথমে পিএম কিষান যোজনা অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটটি হলো – এখানে ক্লিক করুন।
এরপর সুবিধাভোগী তালিকা অপশনে গিয়ে রাজ্য, জেলা, ব্লক ইত্যাদি নির্বাচন করে ‘গেট ডিটেলস’ অপশনটি নির্বাচন করতে হবে। তাহলে বুঝতে পারবেন আপনার টাকা ব্যাংক একাউন্টে ঢুকেছে কিনা।
টোটোওয়ালা অ্যাপ মোবাইল দিয়ে টোটো বুকিং করুন। বিরাট সুবিধা সাধারণের।