Ration Card New Rules : ১লা জানুয়ারি ২০২৫ থেকে ৮০ কোটি মানুষ পাবে প্রতিমাসে ১,০০০ টাকা।

Ration Card New Rules West Bengal

কিছুদিন ধরেই একটি  শোরগোল শোনা যাচ্ছে, কেন্দ্র সরকার নাকি রেশন কার্ডের সাথে প্রতি মাসে ১,০০০ টাকা করে অর্থ সাহায্য দেবে। আজকের এই প্রতিবেদনে এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত জানবো।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

Ration Card new Rules

Ration Card New Rules Advantage

রেশন কার্ড সম্পর্কিত নতুন প্রকল্পটি আসলে কি?

কেন্দ্র সরকারের উদ্যোগে সম্প্রতি একটি নতুন প্রকল্প চালু হতে চলেছে। জানুয়ারি মাসের ১ তারিখ থেকে এ প্রকল্প চালু হবে। যেখানে রেশন কার্ড ধারীরা রেশন কার্ডের বিনামূল্যের সামগ্রীর সাথে প্রতি মাসে এক হাজার টাকা করে অর্থ সাহায্য পাবেন।

১লা জানুয়ারি ২০২৫ সাল থেকে পাল্টে যাচ্ছে নিয়ম। সমস্যায় পড়বে সাধারণ মানুষ।

ভারতবর্ষের দরিদ্র পরিবারগুলির কথা মাথায় রেখে, জাতীয় খাদ্য নিরাপত্তা আইনের আওতায় এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। এ পরিকল্পনাটিকে বলা হচ্ছে ‘রেশন কার্ড নতুন পরিকল্পনা ২০২৫’। এই উদ্যোগ ১লা জানুয়ারি ২০২৫ থেকে ৩১শে ডিসেম্বর ২০২৮ সাল পর্যন্ত বজায় থাকবে।

Ration Card New Rules 2025

ration card new rules

কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য?

সমস্ত রেশন কার্ড ধারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না।
১) যে সকল ব্যক্তির রেশন কার্ড AAY শ্রেণীর বা যেসব ব্যক্তি বিপিএল রেশন কার্ডের অধিকারী তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন।
২) এই সুবিধা পেতে গেলে অবশ্যই রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক করতে হবে।
৩) পরিবারের বার্ষিক আয় এক লক্ষ টাকার কম হতে হবে।
৪) পরিবারের কেউ সরকারি চাকরিজীবী হলে চলবে না।
অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সকল পরিবার দারিদ্র সীমার নিচে অবস্থান করছে তারাই প্রকল্পের সুবিধা পাবেন।

শিক্ষাসাথী প্রকল্প : ছাত্র-ছাত্রীদের জন্য নতুন উদ্যোগ। কী সুবিধা পাওয়া যাবে?

এখানে বলে রাখা প্রয়োজন রেশন কার্ডধারীদের জন্য কিছু নিয়মের পরিবর্তণ এসেছে –
১) রেশন কার্ড থাকলে অবশ্যই ই-কেওয়াইসি করে নিতে হবে না হলে রেশন কার্ড বাতিল হবে ২০২৫ সালে।
২) শহর অঞ্চলের ক্ষেত্রে বার্ষিক আয় তিন লক্ষ টাকা পর্যন্ত এবং গ্রাম অঞ্চলের ক্ষেত্রে বার্ষিক 2 লক্ষ টাকা পর্যন্ত থাকতে হবে। এই ক্ষেত্রে আয়ের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে শহর অঞ্চলের ক্ষেত্রে।
৩) সম্পত্তির ক্ষেত্রে শহরাঞ্চলে ১০০ বর্গমিটার বা তার বেশি ফ্লাট বা বাড়ির মালিকরা অযোগ্য বলে ঘোষিত হবে।
৪) যানবাহনের ক্ষেত্রে শহর অঞ্চলে চার চাকার গাড়ির মালিকরা এবং গ্রাম অঞ্চলের ক্ষেত্রে ট্রাক্টর বা চার চাকার গাড়ির মালিকরা রেশন কার্ড রাখতে পারবেন না।

Aadhar Card Update : আধার কার্ডের কাজ বন্ধ হল। নতুন, সংশোধন সব কাজ বন্ধ। এখন কি উপায়?

যে সকল ব্যক্তি এইসব নিয়মের ঊর্ধ্বে রেশন কার্ড রাখবেন বা রেশন কার্ডের সুবিধা পাওয়ার চেষ্টা করবেন তাদের জরিমানা হতে পারে। তাই রেশন কার্ড সমর্পণ করা জরুরী।

Ration Card New Rules Update

কত মানুষ এই প্রকল্পে সুবিধা পাবেন?

ভারতবর্ষের দরিদ্র পরিবারগুলির মধ্যে প্রায় ৮০ কোটি মানুষ এই নতুন প্রকল্পের আওতায় আসবেন। ২০২৮ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত এই উদ্যোগ বজায় রাখতে কেন্দ্রীয় সরকারের মোট খরচ হবে ১১.৮ লক্ষ কোটি টাকা

Ration Card New Rules Apply

কিভাবে আবেদন করতে পারবেন?

এই নতুন প্রকল্পে কিভাবে আবেদন করতে হবে এখনো পরিষ্কার করে বলা হয়নি সরকারের পক্ষ থেকে। আশা করা যাচ্ছে অনলাইন এবং অফলাইন দুইভাবেই আবেদন করা যাবে।

পঞ্চায়েত সার্টিফিকেট : ইনকাম, কাস্ট সার্টিফিকেট সহ পঞ্চায়েতের সমস্ত সার্টিফিকেট অনলাইনে ডাউনলোড করুন এইভাবে।

রেশন কার্ড e-kyc করার শেষ তারিখ কবে?

অনেকদিন ধরে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিংক এর কাজ চলছে। সরকার বারবার চাপ দিচ্ছে সাধারণ মানুষকে e-kyc সম্পন্ন করার জন্য, কারণ এর ফলে রেশনের জালিয়াতি কমবে, স্বচ্ছতা বাড়বে। ই কেওয়াইসি করার শেষ তারিখ হল ৩১শে ডিসেম্বর ২০২৪। এই তারিখ বাড়ানো হবে কিনা সেই নিয়ে কোন ঘোষণা করা হয়নি। তবে ডিসেম্বরের মধ্যে এই কাজ সম্পন্ন না করলে ২০২৫ সালে রেশন কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকা বাধ্যতামূলক। পরিবারের সদস্যদের মধ্যে যে কোন একজনার মোবাইলের সাথে রেশন কার্ড লিঙ্ক থাকলেই চলবে। মোবাইলের সাথে লিংক করার জন্য অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন – এখানে ক্লিক করুন

চাল ও গমের পরিমাণে প্রভাব:

এই নতুন প্রকল্পের কারণে চাল বা গমের পরিমাণ এর ওপরে বা অন্য খাদ্যদ্রব্যের উপরে কোন প্রভাব পড়বে না। খাদ্যদ্রব্য যেমন পাওয়া যাচ্ছিল তেমনি পাওয়া যাবে তার সাথে প্রতি মাসে ১০০০ টাকা পাওয়া যাবে।

আশা করা যাচ্ছে সরকারের অন্যান্য প্রকল্পগুলির মতনই এই প্রকল্পও সাফল্যমন্ডিত হবে।

PM Kisan Yojana Big News : ১৯ তম কিস্তির টাকা পেতে গেলে করতে হবে এই কাজ। সাবধান!

Md Cyber Zone -এর কনটেন্ট রাইটার। একজন বিশিষ্ট ইউটিউবার। বিগত চার বছরের বেশি সাংবাদিকতার সাথে যুক্ত।

Share this content:
WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

Leave a Comment