Ration Card Rules Update
২০২৫ সালের জানুয়ারি মাসের ১ তারিখ থেকে বদলে যেতে চলেছে রেশন কার্ডের গুরুত্বপূর্ণ নিয়ম। এখন আর রেশন তোলার জন্য কার্ড এর প্রয়োজন হবে না। এই প্রতিবেদনে বিস্তারিত জানবো –

ভারতে রেশন কার্ডের গুরুত্ব খুবই। আগে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করার ব্যবস্থা ছিল না তখন একজন ব্যক্তি দু তিনটি পরিবারের রেশন তুলতে পারতেন। কিন্তু আধার লিঙ্ক বা বায়োমেট্রিক পদ্ধতি আসার পরে হাতের ছাপ দিয়ে রেশন তুলতে হয়। এক্ষেত্রে একজন ব্যক্তির অন্যজন ব্যক্তির রেশন তোলার সম্ভাবনা নেই। কিন্তু এই পদ্ধতিকে আরো ঝামেলা মুক্ত করতে আগ্রহী কেন্দ্র সরকার।
Aadhar Card Update : আধার কার্ড আপডেট করার আগে দুবার ভাবুন। নাহলে সর্বনাশ!
এর জন্য চালু করা হচ্ছে ‘Mera Ration 2.o’ নামক একটি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ রেশন কার্ড ছাড়াই রেশন তুলতে পারবে দেশের যে কোনো জায়গা থেকে।

Mera Ration 2.o
‘Mera Ration 2.o’ কিভাবে ব্যবহার করবেন?
এই অ্যাপটি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে, অ্যাপেলের ক্ষেত্রে অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আধার কার্ডের নাম্বার দিয়ে এই অ্যাপে প্রবেশ করতে হবে এবং ওটিপির মাধ্যমে লগইন করতে হবে। অ্যাপেল লগইন করার পরে রেশন কার্ড সম্পর্কিত সব তথ্য দেখা যাবে। এরপর রেশন দোকানে রেশন তোলার সময় কাগজের রেশন কার্ড না দেখিয়ে এই অ্যাপ দেখালেই চলবে। এই অ্যাপ থেকে গ্রাহকের কিউআর কোড বা বারকোড স্ক্যান করে রেশন দেওয়া হবে।
PM Kisan Yojana Big News : ১৯ তম কিস্তির টাকা পেতে গেলে করতে হবে এই কাজ। সাবধান!
Ration Card Rules Update date
এই নিয়ম কবে কার্যকরী হবে?
রেশন কার্ডের এই নতুন নিয়মটি ১লা জানুয়ারি থেকে কার্যকরী হবে।
Ration Card Rules Advantage
নতুন নিয়মের কি কি সুবিধা?
এই নতুন নিয়মের ফলে অনেক সুবিধা হবে।
১) কাগজের রেশন কার্ড বহন করতে হবে না। কার্ড হারিয়ে গেলে বা বাড়িতে রেখে এলে সমস্যায় পড়তে হবে না।
২) আধার ভিত্তিক যাচাইয়ের মাধ্যমে জালিয়াতি প্রতিরোধ করা যাবে।
৩) ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য পূরণে আরো এক কদম এগিয়ে যাবে ভারত।
৪) যারা পরিযায়ী শ্রমিক বা কাজের জন্য বাড়ি থেকে দূরে থাকেন তারাও রেশন তুলতে পারবেন এই নতুন অ্যাপের মাধ্যমে। তার জন্য কার্ড বহন করতে হবে না।
Old Age Pension Big Update : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পুরনোরা কবে টাকা পাবে? দেরি হচ্ছে কেন?
Ration Card Rules Disadvantage
নতুন নিয়মের অসুবিধা গুলো কী?
এই নতুন নিয়মে যেমন সুবিধা হবে তেমনি অসুবিধাও হবে। অনেক দরিদ্র ব্যক্তি রয়েছেন যাদের স্মার্টফোন নেই বা ইন্টারনেট কানেকশন নেই। এক্ষেত্রে যথা সম্ভব সরকার বিভিন্ন অফিসে সহায়তাকারী কাউন্টার স্থাপন করবে। যেখানে যাদের স্মার্টফোন বা ইন্টারনেট নেই তারা শারীরিক কাগজের কার্ড দেখিয়ে নিতে পারবেন।
ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল মেশিনের মাধ্যমে হাতের ছাপ দিয়ে রেশন তোলা যাবে। তাই মোবাইল না থাকলে চিন্তা করার কোন দরকার নেই।
নতুন রেশন কার্ড বানান এক্ষুনি। নাহলে সমস্যায় পড়তে পারে পরিবারের সকলে।
জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় রেশন গ্রাহকদের জন্য এই বিশেষ সুবিধা আনতে সক্ষম হয়েছে ভারত সরকার। এতে সুবিধা যেমন বাড়বে তেমনি জালিয়াতি প্রতিরোধে আরেক কদম এগিয়ে যাবে ভারত।