১লা মে থেকে বদলে গেল একাধিক নিয়ম। রান্নার গ্যাস থেকে শুরু করে, এটিএম চার্জ, কিসের দাম কমলো? কিসের দাম বাড়লো? কতটা অসুবিধায় পড়বে সাধারণ মানুষ? জানুন বিস্তারিত।
শুরু হয়েছে ২০২৫ সালের মে মাস। আর এই নতুন মাসে পাল্টে গেছে একাধিক নিয়ম। এই নিয়মগুলি না জানলে সাধারণ মানুষ হিসেবে আপনি বিপদে পড়তে পারেন। আজকে প্রতিবেদনে এই পরিবর্তিত নিয়মগুলি সম্পর্কে বিস্তারিত জানব।
১) এটিএম চার্জ বেড়েছে :
বর্তমানে এটিএম ব্যবহার করেন না এরকম মানুষ খুব কম আছেন, যারা এটিএম ব্যবহার করেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর এনেছে রিজার্ভ ব্যাংক। ১লা মে ২০২৫ তারিখ থেকে বেড়েছে এটিএম থেকে টাকা তোলার চার্জ।
যদি কোন গ্রাহক তার নিজস্ব ব্যাংকের এটিএম ছাড়া অন্য কোন ব্যাংকের এটিএম ব্যবহার করে টাকা তোলেন এবং বিনামূল্যে লেনদেনের যে নির্ধারিত সীমা রয়েছে তা যদি পার করে ফেলেন তখনই তাকে অতিরিক্ত চার্জ দিতে হবে। ১ মে থেকে প্রতিটি অতিরিক্ত নগর উত্তোলনের জন্য বর্তমানে ১৭ টাকার বদলে ১৯ টাকা দিতে হবে। অন্য কোন ব্যাংকের এটিএম থেকে ব্যালেন্স চেক করার জন্য ছয় টাকার পরিবর্তে ৭ টাকা চার্জ দিতে হবে। যারা ঘন ঘন অন্য ব্যাংকের এটিএম ব্যবহার করেন তাদের পকেটে চাপ বাড়াতে চলেছে রিজার্ভ ব্যাংকের এই নতুন আপডেট।
২) দাম কমলো রান্নার গ্যাসের :
প্রতিমাসের শুরুতেই প্রথম তারিখে, তেল বিপণন সংস্থাগুলি এলপিজি গ্যাসের দাম নির্ধারণ করে থাকে। প্রতিবারের মতো এই মাসেও, ১ তারিখে দাম নির্ধারণ করা হয়েছে।
১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ১৭ টাকা অবধি কমানো হয়েছে। যা একটু হলেও স্বস্তি দিয়েছে সাধারণ মানুষকে। কলকাতায় ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম কমে ১৮৫১.৫০ টাকা হয়েছে। অন্যদিকে বাড়িতে ব্যবহৃত গৃহস্থ রান্নার গ্যাসের দাম অপরিবর্তিত রয়েছে। আগের মাসে ৫০ টাকা দাম বাড়ানো হয়েছিল কিন্তু বর্তমান মাসে এর দামের কোন পরিবর্তন হয়নি।
৩) গ্রামীণ ব্যাংক গুলিকে একিভূত করা হবে :
মে মাস থেকে গ্রামীণ বেঙ্গলির ক্ষেত্রে একটি বড় পরিবর্তন আনা হবে। ‘এক রাজ্য এক আরআরবি’প্রকল্পের অধীনে প্রতিটি রাজ্যের গ্রামীণ ব্যাংকগুলিকে একসাথে যুক্ত করে একটি বড় আঞ্চলিক গ্রামীণ ব্যাংক বা আরআরবি (RRB) তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এই ব্যবস্থাটি বর্তমানে দেশের ১১টি রাজ্যে বাস্তবায়িত করা হবে। যার মধ্যে রয়েছে – পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, জম্মু ও কাশ্মীর, কর্ণাটক, গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থানের মত রাজ্যগুলি।
রিজার্ভ ব্যাংক দাবি করেছে, এই গ্রামীণ গুলিকে একসাথে যুক্ত করার ফলে ব্যাংকিং পরিষেবা আরো উন্নত এবং আধুনিক হয়ে উঠবে।
৪) রেলের টিকিটের বড় পরিবর্তন :
১ মে থেকে রেলে ভ্রমণকারী যাত্রীদের জন্য একটি নতুন নিয়ম কার্যকর হতে চলেছে। এখন থেকে অপেক্ষমান টিকিট বা ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে স্লিপার ক্লাস বা এসি কোচে ভ্রমণ করা যাবে না। ওয়েটিং লিস্টে থাকা টিকিট নিয়ে কেবলমাত্র জেনারেল বা সাধারণ কোচে ভ্রমণ করা যাবে।
এছাড়াও অগ্রিম টিকিট বুক করার সময়সীমা ১২০ দিন থেকে কমিয়ে ৬০ দিন করা হতে পারে বলে জানানো হয়েছে।
এই পরিবর্তিত নিয়মগুলি আপনার দৈনন্দিন জীবনযাত্রা এবং আর্থিক লেনদেনের ওপরে সরাসরি প্রভাব ফেলতে পারে। তাই আগে থেকে এই নিয়মগুলি সম্পর্কে জানা এবং সেগুলি সম্পর্কে সচেতন থাকা খুব জরুরী।