সুকন্যা সমৃদ্ধি যোজনা
মোদি সরকার সুকন্যা সমৃদ্ধি যোজনা কন্যা সন্তানদের জন্য ২০১৫ সালে চালু করেছিলেন। এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল কোন পরিবারে যদি কন্যা সন্তান জন্ম নেয়, সেই কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে অর্থাৎ তার বিবাহ, শিক্ষা ইত্যাদি নিয়ে ভবিষ্যতে চিন্তা যাতে না করতে হয়, তার বন্দোবস্ত করা।
সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করার কারণ?
ভারতের বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক প্রথার কারণে কন্যা সন্তান জন্মালে সেই কন্যার লালন- পালন থেকে বিবাহ পর্যন্ত খরচ অনেক বেশি হয় পুত্র সন্তানের থেকে। তাই ভারতের বেশিরভাগ দম্পতির পুত্র সন্তানই কাম্য। অন্যদিকে যাদের কন্যা সন্তান হয় তারা কি করবে? কন্যা সন্তান হলেও যাতে তাদের অভিভাবকের সেই সন্তানের বিবাহ এবং শিক্ষা নিয়ে কোন চিন্তা না থাকে তার কারণেই এই সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু করা হয়।
সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের সুবিধা:
কন্যা সন্তানের বয়স ১০ বছর হওয়ার আগে এই প্রকল্পের জন্য আবেদন করতে হবে। এই প্রকল্পে আবেদন করলে পরিবার প্রতি বছর সর্বনিম্ন ২৫০ টাকা এবং সর্বোচ্চ ১.৫ লাখ টাকা বিনিয়োগ করতে পারে। এই বিনিয়োগ হবে সম্পূর্ণ আয়করের বহির্গত। এটি এই প্রকল্পের একটি বড় দিক। এই প্রকল্পের সুদের পরিমাণ ৮.২% এবং প্রতি ত্রৈমাসিকে এই সুদ গণনা করা হয়। এই সুদ প্রতি বছর চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। সন্তানের ২১ বছর বয়স হওয়ার পর এই প্রকল্প পূর্ণতা পায়। অর্থাৎ সন্তানের ২১ বছর হলে বিনিয়োগ করা সমস্ত টাকা পাবেন।
এই প্রকল্প করা কি উচিত?
অবশ্যই, একদিকে আপনার ইনকামের কিছু কিছু টাকা আপনি এই প্রকল্পে বিনিয়োগ করছেন, যার দ্বারা আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ সুনিশ্চিত হচ্ছে। অন্যদিকে, এই প্রকল্পের সুদের হার অনেক বেশি এবং চক্রবৃদ্ধি সুদ রয়েছে। যার দরুন দেখা যাচ্ছে আপনি যা বিনিয়োগ করেছেন, প্রকল্পটি পূর্ণতা পাওয়ার পর তার দুই গুণের থেকেও বেশি পরিমাণে অর্থ আপনি পাচ্ছেন। যেই টাকা আপনার কন্যা সন্তানের বিবাহ এবং দূর শিক্ষায় সাহায্য করবে।
আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে?
১) সুকন্যা সমৃদ্ধি যোজনার আবেদনপত্র লাগবে। যেটা ব্যাংক বা পোস্ট অফিস প্রদান করবে অথবা অনলাইন থেকেও প্রিন্ট আউট করে নিতে পারেন। অনলাইন ফর্ম পাওয়ার জন্য এখানে ক্লিক করুন ।
২) কন্যা সন্তানের জন্ম সার্টিফিকেট লাগবে।
৩) অভিভাবকের ভোটার কার্ড অথবা আধার কার্ড।
৪) অভিভাবকের একটি কালার ফটোগ্রাফ লাগবে।
আরও পড়ুন- Bangla Awas Yojana-তে এলো নতুন নিয়ম। এই ভুলগুলি করলে টাকা পাওয়া যাবে না।
কোথায় এবং কিভাবে আবেদন করা যাবে?
সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাংক সহ পোস্ট অফিস থেকে আপনি এই সুবিধা পেয়ে যাবেন। তাই আপনি আপনার কাছাকাছি যে কোন ব্যাংক বা পোস্ট অফিসে ভিজিট করে সেখান থেকে সুকন্যা সমৃদ্ধি যোজনার ফর্ম নিয়ে ফিলাপ করে প্রয়োজনীয় ডকুমেন্টের সাথে জমা দিলেই হবে।
সবশেষে বলা যায় যে আপনার যদি কন্যা সন্তান থেকে থাকে এবং আপনি যদি এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় আবেদন করেন তাহলে আপনি লাভবান হবেন। তাই আবেদন করুন এবং সরকারি প্রকল্পের লাভ ওঠান।