West Bengal Recruitment
বর্তমানে পশ্চিমবঙ্গে বেকারত্বের হার সীমা ছাড়িয়েছে। প্রতিটি ব্যক্তি একটি চাকরি চায়। হতে পারে সেটা সরকারি বা বেসরকারি। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী আদেশ দিয়েছেন পরিবহন দপ্তরে ৯০০ জন কর্মী নিয়োগ করার। আসুন এই ব্যাপারে বিস্তারিত জানা যাক –
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন যাওয়ার পথে রাস্তায় অনেক মানুষকে বাসের জন্য অপেক্ষা করতে দেখেন। এরপর প্রশাসনিক বৈঠকে পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তিনি। যাত্রীদের অভিজ্ঞতা জানতে নিজেই রাস্তায় নামেন মুখ্যমন্ত্রী। এরপর যাত্রীদের চাহিদা এবং মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিবহন দপ্তরে ৯০০ জন কর্মী নিয়োগ করার কথা ঘোষণা করা হয়।
ABHA Health Card : মোদি সরকারের নতুন কার্ড। কী সুবিধা পাবেন এই কার্ডে?
পরিবহন দপ্তরের এই নিয়োগে সিলমোহর দিয়েছে অর্থ দপ্তর। ইতিমধ্যে অর্থ বরাদ্দ করা হয়েছে। এই অর্থ কোন খাতে খরচা করা হবে সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই অর্থ দিয়ে পুরনো এসি এবং নন এসি বাসগুলোকে মেরামত করতে হবে এবং সেগুলি রাস্তায় নামাতে হবে।
West Bengal Recruitment
রাজ্যের কোন বিভাগে নিয়োগ হবে?
রাজ্যের পরিবহন বিভাগের (West Bengal Transport Department) অধীনে অস্থায়ী কর্মী নিয়োগ হবে।
কোন পদে নিয়োগ হবে?
মূলত এসি এবং নন এসি বাসের বাসচালক বা ড্রাইভার পরে এবং কন্ডাক্টর পদে নিয়োগ হবে। সরকারের তরফ থেকে ৯০০ জন কর্মী নিয়োগ করার কথা ঘোষণা করা হয়েছে। যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার ৪৫০ জন এবং কন্ডাক্টর ৪৫০ জন নিয়োগ করা হবে।
বাংলা আবাস যোজনার ১২ লক্ষ বাড়ির কাজ শুরু হল। ইট, বালি, সিমেন্টের দাম বাড়ার আশঙ্কা!
West Bengal Recruitment
যাত্রীদের সুবিধার্থে পরিকল্পনা :
নবান্ন সূত্রে খবর, রাস্তায় আরো বেশি পরিমাণে বাস নামাতে হবে। যাতে যাত্রীদের দীর্ঘক্ষন বাসের জন্য অপেক্ষা করতে না হয়। এবং রাত অব্দি যাত্রীরা বাসের সুবিধা পান। এর পাশাপাশি ২০০ টি সিএনজি সরকারি বাস রাস্তায় নামবে। এই কার্যক্রমের জন্য পরিবহন দপ্তরের জন্য যে অর্থ বরাদ্দ করা হয়েছে, সেই অর্থ দিয়ে এসি এবং নন এসি সরকারি বাস মেরামত করা হবে এবং রাস্তায় নামানো হবে।